জাদেজার কাছে রাহুল কোন অধিনায়ক এর মধ্যেই পরে না

ঠাণ্ডা মেজাজের অধিনায়ক হিসেবে ক্রিকেট বিশ্বে দারুণ সুনাম রয়েছে মহেন্দ্র সিং ধোনির। যে কারণে ক্রিকেট অঙ্গণে ‘ক্যাপ্টেন কুল’ হিসেবে সমাদৃত তিনি। এদিকে ধোনির মতোই ঠাণ্ডা মেজাজে পাঞ্জাব কিংসের অধিনায়কত্বের চাপ সামলান লোকেশ রাহুল।

এই গুনের কারণে রাহুলের মধ্যে ধোনির ছায়া দেখতে পান অনেকে। অবশ্য শান্ত স্বভাবের হলেও অধিনায়ক হিসেবে অতটা কৌশলি নন রাহুল। সে কারণে ধোনির মতো কিংবদন্তি অধিনায়কের সঙ্গে রাহুলের তুলনা করার পক্ষে নন সাবেক ভারতীয় ক্রিকেটার অজয় জাদেজা। রাহুলকে কখনো যোগ্য নেতা হিসেবে মনে হয়নি বলে মন্তব্য করেছেন তিনি। এ প্রসঙ্গে অজয় জাদেজা বলেন, ‘যদি আপনি লোকেশ রাহুলের দিকে চোখ রাখেন সে গত দুই বছর ধরে দলটির (পাঞ্জাব) অধিনায়কত্ব করছে।

ওকে দেখে আমার কখনো নেতা বলে মনে হয়নি। যখন দলটি ভালো কিংবা খারাপ সময়ের মধ্য দিয়ে গেছে আমরা ওর মধ্যে সেটা দেখতে পাইনি। দলটি আজকে যেভাবে খেলেছে যেসব পরিবর্তন এনেছে, আপনার কি মনে হয় এগুলো রাহুল করেছে?’ খেলার মাঠে শান্ত থাকার বিষয়টি রাহুলের জন্য ইতিবাচক হিসেবেই দেখছেন জাদেজা। তবে অধিনায়ক হতে হলে এর থেকে জরুরি বিষয়টি হচ্ছে যোগ্য নেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করা।

তাছাড়া রাহুলের অধিনায়কত্বের ধরন নিয়ে কখনো আলোচনা-সমালোচনা হয়না, বিষয়টিকে তার জন্য নেতিবাচক মনে করেন ভারতের সাবেক এই ক্রিকেটার। তিনি বলেন, ‘আমি তাকে ব্যক্তিগতভাবে চিনি না এবং আপনি ভিন্ন আঙ্গিকে তাকে দেখছেন। কিন্তু সাধারণত সে যখন মাঠে থাকেন, তখন এমএস ধোনির মতো শান্ত থাকে। বিষয়টি অনেক ইতিবাচক তবে আপনাকে একজন নেতা হতে হবে। আপনার সিদ্ধান্ত নিয়ে লোকেদের মধ্যে সমালোচনা হতে হবে;

কেন সে এটা করছে বা সেটা করছে? তার সাথে এমনটা কখনো হয় না এমনকি আইপিএল দলের মধ্যেও না।’ নেতার মতো মনোভাবি না হলেও শান্ত স্বভাবের কারণে রাহুল দীর্ঘদিন ভারতের অধিনায়ক হিসেবে থাকবেন বলে মনে করেন জাজেদা। সবশেষে তিনি বলেন, ‘ভারতীয় অধিনায়ক হতে চাইলে তাকে নিজের দর্শনের ওপর কাজ করতে হবে কারণ তাকে একজন নেতা হতে হবে। আমি কেএল রাহুলকে ভবিষ্যতের জন্য দেখতে পারছি না কারণ সে খুব মৃদুভাষী এবং সবকিছুর সঙ্গে মানিয়ে নেয়।তবে সে যদি একদিন অধিনায়ক হয়, তাহলে এটা নিশ্চিত যে সে সবচেয়ে বেশিদিন টিকে থাকবে। কারণ যে ব্যক্তি মানিয়ে নিতে প্রস্তুত থাকে সে ওই অবস্থানটিতে বেশি দিন টিকে থাকে।’

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *