টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে দ্বিতীয় অনুশীলন ম্যাচে অস্ট্রেলিয়াকে পরাজিত করলো ভারত। কিছুটা স্বাভাবিক ছন্দ ফিরে পেলেন সূর্য কুমার যাদব এবং হার্দিক পান্ডিয়া।







আজকের ম্যাচে দুজনকে সাবলীল ভাবে খেলতে দেখা গেছে। গত ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে এই দুই ক্রিকেটারের পারফরম্যান্স রীতিমতো হতাশ করেছিল ক্রিকেটপ্রেমীদের।
কিন্তু আজ টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচের আগে নিজেদেরকে সাবলীলভাবে মেলে ধরেছেন সূর্য কুমার যাদব এবং হার্দিক পান্ডিয়া।







আগামী ২৪শে অক্টোবর টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রতিযোগিতামূলক ম্যাচে পাকিস্তানের মোকাবেলা করবে ভারত। আসন্ন ভারত পাকিস্তান ম্যাচ, তার আগে প্রত্যেকটি ক্রিকেটারকে পরখ করে নিতে চায় ভারতীয় ক্রিকেট বোর্ড।
আর তার জন্য আজকের ম্যাচ ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। আজকের ম্যাচে নানা ধরনের পরিবর্তন দেখা গেছে ভারতীয় দলে। অধিনায়ক হিসেবে মাঠে নেমেছিলেন রোহিত শর্মা।
আজকের ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। কিন্তু ভারতের বোলিং অ্যাটাকের সামনে মাত্র ১৫২ রানে আটকে যায় অস্ট্রেলিয়া। দলের হয়ে স্টিভ স্মিথ ব্যক্তিগত ৫৭ রানের ইনিংস খেলেন। সাথে যোগ দেন ম্যাক্সওয়েল।







তিনি ব্যক্তিগত ৩৭ রানের ছোট্ট ইনিংস খেলেন। এছাড়া স্টইনিশ ব্যক্তিগত ৪১ রানের ইনিংস খেলেন। দলের হয়ে রবীচন্দ্রন অশ্বিন ব্যক্তিগত ২ ওভার বল করে দুইটি মূল্যবান উইকেট তুলে নিয়েছেন। এছাড়া রহুল চাহার এবং ভুবনেশ্বর কুমার ব্যক্তিগত একটি করে উইকেট দখল করেছেন।
১৫৩ রানের সহজ সমীকরণ লক্ষ্য রেখে ব্যাটিং করতে নেমে ওপেনিং জুটিতে কে এল রাহুল এবং রোহিত শর্মা বিধ্বংসী ব্যাটিং করেন।
কে এল রাহুল ব্যক্তিগত ৩৯ রানে প্যাভিলিয়নে ফিরলেও রোহিত শর্মা ৬০ রানের অনবদ্য ইনিংস খেলে ব্যাটিং ছেড়ে দেন।







এরপর সূর্য কুমার যাদব এবং হার্দিক পান্ডিয়া খেলা শেষ করে প্যাভিলিয়নে ফেরেন। সূর্য কুমার যাদব আজকের ম্যাচে ২৭ বলে ৩৮ রানের অনবদ্য ইনিংস খেলেন।
এছাড়া হার্দিক পান্ডিয়াকে আজ অনেকটা সাবলীলভাবে ব্যাটিং করতে দেখা গেছে। যেটি টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ভারতের জন্য অত্যন্ত ভালো একটি খবর বলে মনে করছেন একাধিক ক্রিকেট বিশেষজ্ঞরা।






