চমক দিয়ে ভারতের জন্য দক্ষিণ আফ্রিকার শক্তিশালী দল ঘোষণা

যাবতীয় সংশয় দূর করে টিম ইন্ডিয়ার দক্ষিণ আফ্রিকা সফর নিশ্চিত হওয়ার পরেই কোহলিদের বিরুদ্ধে টেস্ট সিরিজের জন্য দল ঘোষণা করল প্রোটিয়া ক্রিকেট বোর্ড।

বলাবাহুল্য, পূর্ণ শক্তির দল নিয়েই এক নম্বর টেস্ট দলের মোকাবিলা করতে চাইছে দক্ষিণ আফ্রিকা।

সোমবার টেস্ট ও ওয়ান ডে সিরিজের সূচি ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা বোর্ড। মঙ্গলবার তারা ২১ সদস্যের টেস্ট স্কোয়াড জানিয়ে দেয়।

যথারীতি ভারতের বিরুদ্ধে টেস্টে দক্ষিণ আফ্রিকাকে নেতৃত্ব দেবেন ডিন এগার। তেম্বা বাভুমা এলগারের ডেপুটির দায়িত্ব পালন করবেন।

২১ জনের স্কোয়াডে চমক হিসেব দুই নতুন ক্রিকেটার জায়গা পেয়েছেন। নতুন মুখ হিসেবে টেস্ট স্কোয়াডে জায়গা করে নিয়েছেন সিসান্দা মাগালা ও রিয়ান রিকেলটন। টেস্ট দলে কামব্যাক করেছেন ডুয়ান অলিভিয়ের।

দলে রয়েছেন ডি’কক, রাবাদা, নরকিয়া, দাসেন, কেশব মহারাজের মতো তারকারা। ভারতীয়-এ দলের বিরুদ্ধে চলতি বেসরকারি টেস্টে নজর কাড়া সারেল এরউইও জায়গা পেয়েছেন টেস্ট স্কোয়াডে।

দক্ষিণ আফ্রিকার টেস্ট স্কোয়াড: ডিন এলগার (ক্যাপ্টেন), তেম্বা বাভুমা (ভাইস ক্যাপ্টেন), কুইন্টন ডি’কক, কাগিসো রাবাদা, সারেল এরউই, বিউরান হেনড্রিকস, জর্জ লিন্ডে, কেশব মহারাজ, লুঙ্গি এনগিদি, এডেন মার্করাম, উইয়ান মাল্ডার, এনরিখ নরকিয়া, কিগান পিটারসেন, রাসি ভ্যান ডার দাসেন, কাইল ভেরেইন, মার্কো জানসেন, গ্লেন্টন স্টুরমান, প্রেনেলান সাবরায়েন, সিসান্দা মাগালা, রিয়ান রিকেলটন, ডুয়ান অলিভিয়ের।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *