ইংল্যান্ডের বিরুদ্ধে বিশ্বকাপের ফাইনালে শেফালি বর্মা টস জিতে ইংল্যান্ডকে ব্যাট করার আমন্ত্রণ জানায়। সেমিফাইনালের উইনিং কম্বিনেশন ধরে রেখে খেতাবি লড়াইয়ে মাঠে নামে উভয় দল।
তিতাস সাধুর বোলিং প্রথম ওভারেই সাফল্য পায় ভারত। ইংল্যান্ড ১ রানে ১ উইকেট হারায়। ৪র্থ ওভারে ২ টি উইকেট তুলে নেয় অর্চনা দেবী।
ইংল্য়ান্ড ১৬ রানে ৩ উইকেট হারায়। ৬.২ ওভারে তিতাস সাধু এবং ৯.৬ ও ১১.১ ওভারে ও পার্শবী চোপড়া উইকেট নিলে ইংল্যান্ড ৪৩ রানে ৬ উইকেট হারায়।
১৩.৫ ওভারে জসি গ্রোভস রান-আউট হলে ইংল্যান্ড ৫৩ রানে ৭ উইকেট হারায়। ১৪.১ ওভারে শেফালি বর্মা পায় হ্যানার উইকেট এবং ১৬.৪ ওভারে মন্নত কাশ্যপ ও সোনম যাদবে একটি করে উইকেট তুলে নিলে ৬৮ রানে অল আউট হয় ইংল্যান্ড। ভারতের সামনে টার্গেট ৬৯ রান। ভারতের টার্গেট দাড়ায় ৬৯ রান।
শ্বেতা শেরাওয়াতকে নিয়ে ওপেন করতে নামেন শেফালি বর্মা। বোলিং শুরু করেন হ্যানা। প্রথম ওভারে ওঠে ৫ রান। ২.১ ওভারে হ্যানার বলে ১৫ রান করে ফেরেন ক্যাপ্টেন শেফালি। ভারত ১৬ রানে ১ উইকেট হারায়। ব্যাট করতে নামেন সৌমিয়া তিওয়ারি।
৩.৪ ওভারে গ্রেসের বলে ৫ রান করে ফেরেন শ্বেতা। ভারত ২০ রানে ২ উইকেট হারায়। ব্যাট করতে নামেন গঙ্গাদি তৃষা। ৪ ওভার শেষে ভারতের স্কোর ২ উইকেটে ২২ রান।পাওয়ার প্লে-র ৬ ওভারে ভারত ২ উইকেট হারিয়ে ৩০ রান সংগ্রহ করে।
১০ ওভার শেষে ভারতের স্কোর ২ উইকেটে ৪৮ রান।১১তম ওভারে দলগত ৫০ রানের গণ্ডি ছুঁয়ে ফেলে ভারত।১২.৫ ওভারে অ্যালেক্সার বলে বোল্ড হয়ে ২৪ রান করে মাঠ ছাড়েন তৃষা। ভারত ৬৬ রানে ৩ উইকেট হারায়। ব্যাট করতে নামেন হৃষিতা বসু।
ইংল্যান্ডের ৬৮ রানের জবাবে ব্যাট করতে নেমে ভারত ১৪ ওভারে ৩ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় ৬৯ রান তুলে নেয় ভারত। ৬ ওভার বাকি থাকতে ৭ উইকেটের দাপুটে জয়ে বিশ্বচ্যাম্পিয়ন হন শেফালিরা।