ক্রিকেট দলের থেকে ভারতে পেট্রলের দাম ভালো ‘খেলছে’

কেউ বললেন, ‘ক্রিকেট দলের থেকে ভারতে পেট্রলের দাম ভালো পারফর্ম করছে।’ কেউ আবার বলে দিলেন, ‘আমাদের আরও একজন মেন্টর চাই।’ টি-টোয়েন্টি বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ‘কোয়ার্টার ফাইনাল’ ম্যাচে ভারতের পারফরম্যান্স দেখে এমনই সব মন্তব্য উড়ে গেল টুইটারে। সেইসঙ্গে ছড়িয়ে পড়েছে অসংখ্য মিম।

রবিবার দুবাইয়ে টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নামে ভারত। ওপেনিংয়ে রোহিত শর্মার পরিবর্তে পাঠানো হয় ইশান কিষানকে। কিন্তু কোনও লাভ হয়নি। সেই কৌশল কাজে আসেনি। কারণ ২.৫ ওভারের শেষ বলে আউট হয়ে যান ইশান। তাঁকে ট্রেন্ট বোল্ট প্যাভিলিয়নে ফিরিয়ে দেন। আট বলে মাত্র চার রান করেন ইশান। ১১ রানে প্রথম উইকেট পড়ার পর কিছুটা মেরে খেলতে শুরু করেন রাহুল এবং রোহিত। কিন্তু তা বেশিক্ষণ স্থায়ী হয়নি। পরপর আউট হয়ে যান রাহুল, রোহিত এবং বিরাট। কিছুটা চেষ্টা করছিলেন ঋষভ পন্ত, হার্দিক পান্ডিয়া এবং রবীন্দ্র জাদেজা। তাতে অবশ্য তেমন লাভ হয়নি। ১৯ বলে ১২ রান করেন পন্ত। ২৪ বলে হার্দিকের অবদান ২৩ রান। জাদেজা ১৯ বলে ২৬ রানে অপরাজিত থাকেন। জাদেজার সেই ইনিংসের জন্যই কোনওক্রমে ১০০ রানের গণ্ডি পার করে ভারত। নির্ধারিত ২০ ওভারে ওঠে ১১০ রান।

ঢিমেগতির পিচে ভারতের সেই হতাশাজনক পারফরম্যান্সে মিমে ভরেছে টুইটার। সঙ্গে উড়ে এসেছে কটাক্ষ। একজন বলেন, ‘ক্রিকেট দলের থেকে ভারতে পেট্রলের দাম ভালো পারফর্ম করছে।’ আজ কলকাতায় প্রতি লিটার পেট্রলের দাম পড়ছে ১০৯ টাকা ৭৯ পয়সা। মুম্বইয়ে লিটারপিছু পেট্রল ১১৫ টাকা ১৫ পয়সায় বিকোচ্ছে। এক নেটিজেন বলেন, ‘পাকিস্তানের বিরুদ্ধে জঘন্য পারফরন্যান্সের জন্য ভারতীয় দলের সমালোচনা করা হয়েছে। তাই ভারতীয় আজ প্রমাণ করতে নেমেছে যে শেষ ম্যাচে তারা খুব ভালো খেলেছে।’ মেন্টর মহেন্দ্র সিং ধোনিকে নিয়েও কটাক্ষ উড়ে এসেছে।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *