ক্রিকেট ইতিহাসে এক মাত্র ক্রিকেটার হিসেবে ধোনির ঐতিহাসিক মাইলস্টোন যা আর কারও নেই

একেই বোধহয় বলে দশে দশ। আইপিএলে ধোনির ঐতিহাসিক মাইলস্টোন গড়ার দিনটি ক্যালেন্ডারে কীভাবে আলাদা করে চিহ্নিত হয়ে থাকল, সেটা হয়ত অনেকেই খেয়াল করবেন না।দুবাইয়ে দিল্লিকে প্রথম কোয়ালিফায়ারে হারিয়ে টুর্নামেন্টের ইতিহাসে প্রথম ক্রিকেটার হিসেবে ধোনি কেরিয়ারের দশ নম্বর আইপিএল ফাইনালে জায়গা করে নিলেন। ৯ বার তিনি চেন্নাই সুপার কিংসকে ইন্ডিয়ান প্রিমিয়র লিগের ফাইনালে তোলেন। একবার তিনি রাইজিং পুণে সুপারজয়ান্টসের হয়ে আইপিএল ফাইনাল খেলেন।
উল্লেখযোগ্য বিষয় হল, ধোনি কেরিয়ারের ১০ নম্বর আইপিএল ফাইনাল খেলা নিশ্চিত করেন ১০ অক্টোবর অর্থাৎ, ১০/১০ তারিখে।

রবিবার দুবাইয়ে প্রথম কোয়ালিফায়ারে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে যখন ধোনি নেমেছিলেন, তখন ১১ বলে বাকি ছিল ২৪ রান। লক্ষ্যমাত্রা বড় ছিল না। তবে এবারের আইপিএলে ধোনির যে ফর্মের খরা চলছে, তাতে অনেকেই আশঙ্কায় ছিলেন। বিশেষত স্ট্রাইক রেট তো একেবারেই শোচনীয় ছিল। কিন্তু প্রথম বলেই চেন্নাই সুপার কিংসের ভক্তদের আশ্বস্ত করেন। আবেশ খানকে চার মারেন। তারপর শেষ ওভারে তিনটি চার মেরে চেন্নাইকে আইপিএলের ফাইনালে তুলে দেন। ম্যাচও জেতান চার মেরে। শেষপর্যন্ত ছ’বলে ১৮ রানে অপরাজিত থাকেন।

সেই ‘ফিনিশার’ ধোনির প্রত্যাবর্তনে উচ্ছ্বাসে মেতেছে টুইটার। এক নেটিজেন বলেন, ‘একেবারে নিজস্ব ভঙ্গিমায় হেটার্সদের (বিরোধীদের) খতম করে দিলেন।’ এক নেটিজেন বলেন, ‘পুরনো ঢঙে খেলা শেষ করলেন। নামটা মনে রাখবেন – মহেন্দ্র সিং ধোনি। অনেকেই তাঁকে বাতিলের খাতায় ফেলে দিয়েছিলেন। আমি-সহ অনেক সমর্থকও ভরসা হারিয়ে ফেলেছিলেন। এটা তাঁদের সকলের জন্য। একজন রাজা সর্বদা রাজাই থাকেন।’ ধোনির প্রশংসায় মেতেছেন প্রাক্তন ক্রিকেটাররাও।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *