ক্রিকেটার থেকে হিরোর কাজ করছেন সিনেমায়

হরভজন সিংহকে এ বার দেখা যাবে অভিনেতা হিসেবে। তামিল সিনেমায় অভিনয় করেছেন ভারতের প্রাক্তন স্পিনার। শুক্রবার, ১৭ সেপ্টেম্বরই মুক্তি পেয়েছে এই সিনেমা।

তারপরেই প্রাক্তন এবং বর্তমান ক্রিকেটারদের শুভেচ্ছাবার্তা পেয়েছেন কেকেআর-এর স্পিনার। তাঁদের পাল্টা ধন্যবাদও জানিয়েছেন।

হরভজনের অভিনীত ছবির নাম ‘ফ্রেন্ডশিপ’। এটি একটি রোমান্টিক স্পোর্টস কমেডি। অর্থাৎ প্রেম, খেলাধুলো এবং হাসি, তিনটিই পাওয়া যাবে এই সিনেমায়।

হরভজনকে বেশ কিছু অ্যাকশন এবং নাচের দৃশ্যে দেখা যাবে। নামকরা দক্ষিণী অভিনেতা অর্জুন এবং সতীশের পাশাপাশি এই সিনেমায় রয়েছেন ‘বিগ বস’ খ্যাত লসলিয়া মারিয়ানেশনও।

ছবিটির দৈর্ঘ্য ১৪০ মিনিট।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *