ক্যারিয়ারের ১ম ম্যাচেই ইশান কিষাণের ২টি বিশ্ব রেকর্ড

কলম্বোয় ভারত-শ্রীলঙ্কা সিরিজের প্রথম ম্যাচে ওয়ানডেতে নিজের জন্মদিনে অভিষেক হয়েছে ইশান কিষাণের।

এদিন ছক্কা হাঁকিয়ে রানের খাতা খোলার সাথে, টি-টোয়েন্টি অভিষেকের মত ওয়ানডে অভিষেকেও হাঁকান ফিফটি।

এদিন ২৬ রানের লক্ষ্যে ভারতের ইনিংসের ষষ্ঠ ওভারের তৃতীয় বলে ওপেনার পৃথ্বী শ আউট হলে তিন নম্বরে ব্যাট হাতে ক্রিজে আসেন ইশান কিশান। তিনি মাঠে নেমে প্রথম বলেই ছক্কা হাঁকান। ঠিক পরের বলেই চার মারেন ইশান।

২০০০ সালের পর থেকে প্রথম বলে ছক্কা মেরে ওয়ান ডে কেরিয়ারে খাতা খোলা পঞ্চম ক্রিকেটারে পরিণত হন তিনি।

উল্লেখযোগ্য বিষয় হল, এই সময়ের মধ্যে এমন কৃতিত্ব দেখানো ইশান প্রথম ব্যাটসম্যান, যিনি কেরিয়ারের প্রথম ম্যাচেই ছক্কায় খাতা খোলার নজির গড়েন।

বাকিরা কেরিয়ারের দ্বিতীয় বা তৃতীয় ম্যাচে এমন কৃতিত্ব অর্জন করেন। তাছাড়া ক্রিকেটের ইতিহাসে মাত্র দুজন ব্যাটসম্যান রয়েছে যারা ওয়ানডে ও টি-২০ ক্যারিয়ারে অভিষেক ম্যাচে ৫০+ রান করেছেন।

প্রথম জন হলেন দক্ষিন আফ্রিকার ভ্যান্ডার ডুসেন এবং দ্বিতীয় জন হলেন ভারতের ইশান কিষাণ।

দেখে নেওয়া যাক তালিকা:-

জোহান লউ (দক্ষিণ আফ্রিকা):

২০০৮ সালে পোচেস্ট্রুমে বাংলাদেশের বিরুদ্ধে প্রথম বলে ছক্কা মেরে খাতা খোলেন লউ। এটি তাঁর কেরিয়ারের দ্বিতীয় ম্যাচ ছিল। প্রথম ম্যাচে ব্যাট করার সুযোগ পাননি তিনি। জোহান ৭ বলে ২৩ রান করেন প্রথম ম্যাচে।

জাওয়াদ দাউদ (কানাডা):

২০১০ সালে শারজায় আফগানিস্তানের বিরুদ্ধে প্রথম বলে ছক্কা মারেন দাউদ। এটি তাঁর কেরিয়ারের দ্বিতীয় ম্যাচ ছিল। তিনি ১৯ বলে ২৫ রান করে নট-আউট থাকেন।

ক্রেগ ওয়ালেস (স্কটল্যান্ড):

২০১৬ সালে আফগানিস্তানের বিরুদ্ধে এডিনবার্গে প্রথম বলেই ছক্কা হাঁকান ক্রেগ। এটি তাঁর কেরিয়ারের তৃতীয় ম্যাচ ছিল। তিনি ১৫ বলে ৩৩ রান করেন।

রিচার্ড এনগারাভা (জিম্বাবোয়ে):

২০১৭ সালে হারারেতে আফগানিস্তানের বিরুদ্ধে প্রথম বলে ছক্কা মারেন রিচার্ড। এটি তাঁর কেরিয়ারের দ্বিতীয় ম্যাচ ছিল। তিনি ৯ বলে ১০ রান করেন।

ইশান কিষাণ (ভারত):

২০২১ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে কলম্বোয় প্রথম বলেই ছক্কা মারেন ইশান। এটি তাঁর অভিষেক ম্যাচ। ৪২ বলে ৫৯ রান করেন তিনি।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *