কোহলি নয়, ব্যাট হাতে ভারতকে নেতৃত্ব দিচ্ছেন রোহিত

টেস্টে ওপেনার হিসেবে আত্মপ্রকাশের পর থেকে রোহিত শর্মা অত্যন্ত ধারাবাহিক। গোড়াপত্তনকারী ব্যাটসম্যান হিসেবে টিম ইন্ডিয়া বারবার রোহিতের সঙ্গী বদল করলেও একপ্রান্তে নিজের জায়গা পোক্ত করেছেন হিটম্যান।

চলতি ইংল্যান্ড সফরেও ব্যাট হাতে ধারাবাহিকতা বজায় রেখেছেন তিনি। চলতি ইংল্যান্ড সফরে মুম্বইয়ের তারকা ওপেনারের ব্যাটিংয়ে রীতিমতো মুগ্ধ সচিন তেন্ডুলকর।

মাস্টার ব্লাস্টার মনে করছেন, ধৈর্য্যের সঙ্গে ম্যাচের পরিস্থিতি অনুযায়ী নিজেকে মেলে ধরে ভারতীয় ব্যাটিংকে নেতৃত্ব দিচ্ছেন হিটম্যান।

এই প্রথমবার ইংল্যান্ডের মাটিতে ওপেনার হিসেবে টেস্ট খেলতে নেমেছেন রোহিত শর্মা।

রোহিতের এমন ব্যাটিং প্রসঙ্গে সংবাদ সংস্থা পিটিআইকে সাচিন বলেন, ‘এখনও পর্যন্ত যা দেখেছি, তাতে মনে হয়েছে রোহিত (ভারতীয় ব্যাটিংকে) নেতৃত্ব দিচ্ছে।

নিজের টেম্পারমেন্টের পরিণত দিকটি তুলে ধরেছে ও এবং দেখিয়েছে পরিস্থিতি অনুযায়ী নিজের খেলাকে কীভাবে বদলাতে পারে।’

তেন্ডুলকর আরও বলেন, ‘বাইশগজে ও একজন প্রকৃত নেতা এবং লোকেশ রাহুল ওকে দুরন্ত সঙ্গত করছে। যদি পুল শট খেলে আউট হওয়ার কথা ধরা হয়,

তবে বলব ও এই শট খেলে বল গ্যালারিতেও পাঠিয়েছে। রোহিত বল ছাড়া এবং ডিফেন্স করার ক্ষেত্রে সমান দক্ষতা দেখিয়েছে।

ও সবসময়ই দারুণ ক্রিকেটার ছিল, তবে ইংল্যান্ডে শেষ কয়েকটা ইনিংস দেখে মনে হয়েছে যে, ও নিজের খেলাকে অন্য উচ্চতায় তুলে নিয়ে গিয়েছে।’

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *