টি-টোয়েন্টির আরেকটি রেকর্ডে প্রতিদ্বন্দ্বী ভারতীয় অধিনায়ক বিরাট কোহলিকে টপকে গেলেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম।







চলমান পাকিস্তানের ন্যাশনাল টি-টোয়েন্টি লিগে দুর্দান্ত সেঞ্চুরি হাঁকিয়ে আজ নতুন রেকর্ড গড়েন পাকিস্তান অধিনায়ক।
ন্যাশনাল টি-টোয়েন্টি লিগে সেন্ট্রাল পাঞ্জাবের অধিনায়ক হিসেবে খেলছেন বাবর আজম। আজ নর্দার্নের বিপক্ষে টস জিতে আগে ব্যাটিংয় নামে সেন্ট্রাল পাঞ্জাব।







আহমেদ শেহজাদের সাথে ওপেনিংয়ে নেমে ঝড় তোলেন বাবর আজম। ৬৭ রানের জুটির পর শেহজাদ ৩৭ রানে ফিরলেও ফিফটি তুলে নেন তিনি।
এরপর শোয়েব মালিককে নিয়ে বড় জুটি গড়ে দলকে এগিয়ে নিতে থাকেন।
ইনিংসের ১৮ তম ওভারে হ্যারিস রউফকে টানা তিন বলে তিন বাউন্ডারি হাঁকিয়ে ৫৮ বলে তুলে নেন টি-টোয়েন্টি ক্যারিয়ারের ষষ্ঠ সেঞ্চুরি।
সব ধরনের টি-টোয়েন্টি মিলিয়ে যা যৌথভাবে সর্বোচ্চ আর পাকিস্তানী ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ড।







এদিন কোহলির টি-টোয়েন্টিতে ৫ সেঞ্চুরিকে টপকে বাবর নাম লেখান, রোহিত, শেন ওয়াটসনদের তালিকায়।
উল্লেখ্য, শেষ পর্যন্ত ব্যাটিং করে ৬৩ বলে ১১ বাউন্ডারি ও ৩ ছক্কায় ১০৫ রানে অপরাজিত থাকেন বাবর।
শোয়েব মালিক করেন ২১ বলে অপরাজিত ৩১ রান। তাদের ব্যাটে ভর করে ২ উইকেটে ২০০ রান সংগ্রহ করে পাঞ্জাব।






