আইপিএলে আরসিবি দলেরও অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা করেছেন বিরাট কোহলি। সসম্প্রতি টি -২০ বিশ্বকাপের পর ভারতের টি -২০ ম্যাচেক অধিনায়কত্ব করবেন না বিরাট।







আইপিএল ২০২১ এর পরে আরসিবির কমান্ড ছাড়ার ঘোষণা করেছেন বিরাট। রবিবার রাতে চেন্নাই সুপার কিংস এবং মুম্বই ইন্ডিয়ান্সের মধ্যে দ্বিতীয় লেগের প্রথম ম্যাচ চলাকালীন এই ঘোষণা করলেন বিরাট।
তবে তিনি জানিয়েছেন আরসিবি দলের হয়ে আইপিএল খেলা চালিয়ে যাবেন। এখন প্রশ্ন উঠেছে কোহলির পর কে সামলাবেন আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের অধিনায়কত্ব? রয়েছে বেশ কয়েকটি নাম। আসুন দেখেনি-







এবি ডিভিলিয়ার্স
বিরাট কোহলি অধিনায়কত্ব ছাড়লে ব্যাটিং-বিপর্যয় চাপ বাড়বে তার উপর। বিরাটের পর রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর দলের সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটার এবি ডিভিলিয়ার্স।
যিনি আরসিবির সব বিষয়ে বোঝেন এবং দলের সঙ্গে অনেক বছর যুক্ত রয়েছেন। সুতরাং বিরাটের সরে আসায় আরসিবি ম্যানেজমেন্ট এবিডি কে অধিনায়কের পদ দিতে পারেন।
সেক্ষেত্রে বাড়তি চাপ পড়বে। তবে দক্ষিণ আফ্রিকাতে অধিনায়ক করার অভিজ্ঞতা রয়েছে এবিডির।







যুজবেন্দ্র চাহাল
বিদেশি খেলোয়াড়দের ছেড়ে যদি কোনও ভারতীয় খেলোয়াড়কেই অধিনায়ক হিসেবে বেছে নিতে হয় তবে দলের অভিজ্ঞ অফ স্পিনার যুজবেন্দ্র চাহাল একটি বিকল্প হতে পারেন।
যদিও চাহালের তেমন অভিজ্ঞতা নেই। তবে এবিডি এর উপর অধিক চাপের কথা ভেবে এই সিদ্ধান্ত নেওয়া হতে পারে। সেক্ষেত্রে চাহালের বোলিংয়ের উপরও চাপ পড়তে পারে।







দেবদত্ত পাডিক্কাল
অভিজ্ঞ ছাড়াও যদি এই আইপিএল ফ্রাঞ্চাইজি একেবারে ভবিষ্যতের কথা ভাবে তবে কোনও তরুণ খেলোয়াড়কে অধিনায়ক হিসেবে বেছে নিতে পারেন।
সেক্ষেত্রে দলের তরুণ প্রতিভাবান ব্যাটসম্যান দেবদত্ত পাডিক্কাল ভালো বিকল্প হতে পারেন। বিরাট ও এবিডির সঙ্গে ড্রেসিংরুম শেয়ার করে পাডিক্কালের অভিজ্ঞতা বেড়েছে।
ফলে ভবিষ্যতের কথা ভেবে নয়া কোনও অধিনায়ক নয় দলের সঙ্গে আগে থেকে যুক্ত পাডিক্কালকে সুযোগ দেওয়া হতে পারে।






