কোহলির দুর্ব্যবহারে শাহের কাছে সোজা নালিশ এই তারকার! ফাঁস বিস্ফোরক ঘটনা

বিরাট কোহলি টি২০ থেকে নেতৃত্ব ছাড়ার ঘোষণার পরে কয়েকদিন অতিক্রান্ত। তবে বিতর্ক থামার লক্ষণ নেই। টিম ইন্ডিয়ার ড্রেসিংরুম থেকে একের পর এক বিস্ফোরক খবর চুঁইয়ে বেরিয়ে আসছে। ঐক্যবদ্ধ টিম ইন্ডিয়ার জন্য যা মোটেই ভাল বিজ্ঞাপন নয়।

সাম্প্রতিক এক রিপোর্টে দাবি করা হচ্ছে, ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে হারের পরে ড্রেসিংরুমে আগুনে পরিস্থিতির উদ্ভব হয়েছিল। মিডিয়াতে বিরাট সরাসরি অভিযোগ করেন সতীর্থদের মধ্যে অনেকেরই ‘ইচ্ছার অভাব’ ছিল।

যা দলের একাধিক সিনিয়র ক্রিকেটার মোটেই ভালভাবে নেয়নি। জানা গিয়েছে, বিরাট কোহলির ঔদ্ধত্যপূর্ণ আচরণ নিয়ে সরাসরি এক সিনিয়র বোর্ড সচিব জয় শাহের কাছে নালিশ করেন।

টেলিগ্রাফ ইন্ডিয়াকে দেওয়া সেই সিনিয়র ক্রিকেটার বলেছেন, দলের অনেকেই কোহলির আচরণ নিয়ে অতিষ্ঠ হয়ে উঠেছিল।

সেই সূত্র জানাচ্ছেন, “কোহলি দলের ওপর পুরোপুরি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিল। সতীর্থদের শ্রদ্ধাও হারায়। অনেক সিনিয়র আবার ওঁর আচরণে অসন্তুষ্ট। সতীর্থদের কাছে একসময় যেভাবে অনুপ্রেরণা হয়ে উঠেছিল, সেটা আগেই চোখে ওঁকে আর দেখা হয় না। অনেকেই ধৈর্য্যের সীমা হারিয়ে ফেলেছে।”

পাশাপাশি সেই প্রতিবেদনে আরও বলা হয়েছে, কোচিং স্টাফের একজনের ওপর প্রকাশ্যেই মেজাজ হারিয়েছিল একবার। সেটাও জানানো হয়েছে। বহুদিন রানের মধ্যে নেই কোহলি।

তাই কোচিং স্টাফের এক কোচ একবার কোহলির ব্যাটিংয়ে বেশ কিছু বিষয় পরিবর্তন করার পরামর্শ দেন। নেট অনুশীলনে সেই কারণেই সেই কোচের ওপরে ব্যাপক চোটপাট করেন বলে অভিযোগ উঠেছে।

“কোহলির রান খরা দলের মধ্যে টেনশনের বাতাবরণ তৈরি করেছিল। সম্প্রতি আমাদের একজন কোচ অনুশীলনের সময় কোহলিকে বেশ কিছু পরামর্ষ দেন। কোহলি তাঁকেই মেজাজ হারিয়ে বলে দেন, ‘আমাকে বিভ্রান্ত করবেন না। সবসময়েই ও আক্রমণাত্মক ব্যবহার করে থাকে।”

জানিয়েছেন টিম ইন্ডিয়ার সেই সদস্য। আপাতত কোহলি আইপিএলে আরসিবি জার্সিতে নামবেন। আইপিএলের পরেই টি২০ বিশ্বকাপ। টি২০ অধিনায়ক হিসেবে সেটাই কোহলির সেই এসাইনমেন্ট।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *