২৪ শে অক্টোবর পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ খেলেই বিশ্বকাপের অভিযান শুরু করবে বিরাট কোহলির নেতৃত্বাধীন ভারতীয় দল। ইংল্যান্ড সফর থেকে ফেরার পরেই বিরাট কোহলি ঘোষণা করেছিলেন, তিনি টি-২০ বিশ্বকাপের পরেই এই ফর্ম্যাটের অধিনায়কত্ব ছেড়ে দেবেন। এই প্রেক্ষাপট দাঁড়িয়েই প্রাক্তন ভারতীয় তারকা তথা চেন্নাই সুপার কিংসের ক্রিকেটার সুরেশ রায়না ভারতীয় দলের ক্রিকেটারদের প্রতি আহ্বান জানালেন, এ বারের বিশ্বকাপটা বিরাটের জন্যই সকলের জেতা উচিত।
রায়নার মতে বিশ্বকাপ জেতাটাই হবে কোহলির ‘ফেয়ারওয়েল গিফ্ট’। আইসিসির হয়ে একটি কলমে রায়না লেখেন, ‘এই টুর্নামেন্টটাই অধিনায়ক হিসেবে বিরাটের শেষ টুর্নামেন্ট। ফলে এটা বিরাটের পক্ষেও গুরুত্বপূর্ণ। তাই ও সবাইকে বিশ্বাস করতে শেখাক, যে সবাই মিলে একসাথে এই টুর্নামেন্ট জিততে ওরা পারবে।’
রায়না আর ও লেখেন, ‘ভারতীয় সমর্থকরা বিশ্বকাপ শুরু হওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। আমাদের দলে এমন ক্রিকেটাররা আছে, যারা আমাদের বিশ্বকাপ জেতানোর ক্ষমতা রাখে। আমাদের সমস্ত ক্রিকেটাররা আমিরশাহিতে আইপিএলে খেলেছে। উইকেট, পরিবেশ, পরিস্থিতি সকলের চেনা। ফলে কিছুটা হলেও তাদের অ্যাডভান্টেজ থাকবে। ভারত, পাকিস্তানে আমরা যে ধরনের পরিবেশে খেলি, এখানকার পরিবেশ পরিস্থিতি অনেকটাই এক রকম। ভারতের ব্যাটিং অর্ডারের প্রথম তিন ব্যাটারের সাফল্যের উপর দলের সাফল্য অনেকটাই নির্ভর করবে। রোহিত, রাহুল, বিরাটকে ১৫ ওভার পর্যন্ত ব্যাট করতে হবে ভারতকে ভাল কিছু করতে হলে। ফলে ঋষভ পন্ত ,হার্দিক পান্ডিয়ার মতন হার্ডহিটারদের জন্য মঞ্চটা প্রস্তুত হয়ে থাকবে। ভারতীয় বোলিং অ্যাটাকের ক্ষেত্রে রহস্য স্পিনার বরুণ চক্রবর্তীর ভূমিকা অনেকটাই বেশি হবে। কারণ উইকেটে স্পিন থাকবে। বাউন্স ও বেশ লো থাকবে। শার্দুল ঠাকুরের অন্তর্ভুক্তি বিরাটকে অনেক বেশি বিকল্প দেবে বোলিং পরিবর্তনের ক্ষেত্রে।’