কিছুতেই রাজি হচ্ছিলেন না। তাও লাগাতার অনুরোধ করে যাচ্ছিলেন। একটা সময় হালও ছেড়ে দিয়েছিলেন। শেষপর্যন্ত ভারতীয় পুরুষ দলের হেড কোচের দায়িত্ব নিয়ে রাজি হন রাহুল দ্রাবিড়। এমনটাই জানালেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়।







‘ব্যাকস্টেজ উইফ বোরিয়া’ অনুষ্ঠানে সৌরভ বলেন, ‘দীর্ঘদিন থেকেই আমাদের মাথায় রাহুলের নাম ঘুরপাক খাচ্ছিল। আমি ও জয় (শাহ) দু’জনেই দীর্ঘদিন ধরে রাহুলের বিষয়ে আলোচনা করতাম। কিন্তু ও রাজি ছিল না। বাড়ি থেকে দূরে থাকার জন্য (রাজি ছিল না)।
কারণ জাতীয় দলের চাকরির জন্য প্রতি বছর আট থেকে ১০ মাস বাড়ির বাইরে থাকতে হবে। ওর দুটো ছোটো সন্তান আছে। একটা সময় আমরা হাল ছেড়ে দিয়েছিলাম।







জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির দেখভাল এবং তা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য জন্য ও প্রধান হিসেবে নিযুক্ত হয়েছিল। আমরা ইন্টারভিউ নিয়েছিলাম। ওর ইন্টারভিউ, ওর আবেদন দেখে এনসিয়ের জন্য নিযুক্ত করা হয়েছিল। সেখানে নিযুক্ত হওয়ার পরও আমরা জোর করতে থাকি।’
সৌরভ জানান, দলের পরবর্তী কোচ নির্বাচনের জন্য খেলোয়াড়দের সঙ্গেও কথা হয়েছিল। তাঁদের মত জানতে চাওয়া হয়েছিল। খেলোয়াড়রাও রাহুলের দিকে ঝুঁকেছিলেন বলে জানান বিসিসিআই প্রেসিডেন্ট।







‘ব্যাকস্টেজ উইফ বোরিয়া’ অনুষ্ঠানে তিনি বলেন, ‘যখন আমরা খেলোয়াড়দের সঙ্গে কথা বলেছিলাম, (কোচ হিসেবে) কীরকম লোক চায়, তাতে স্পষ্টতই দেখা যাচ্ছিল যে রাহুলের দিকে ঝুঁকে আছেন তাঁরা।
আমরা সেই বিষয়টা ওকে জানাই। আমি ওর সঙ্গে ব্যক্তিগতভাবে একাধিকবার কথা বলেছি। বলি যে আমি জানি, এটা কঠিন। কিন্তু দু’বছরের জন্য চেষ্টা কর। যদি খুব শক্ত মনে হয়, তাহলে আমরা আবার দেখব।’







শেষপর্যন্ত অবশ্য দ্রাবিড় রাজি হন। সৌরভের কথায়, ‘ভাগ্যবশত, ও রাজি হয়ে যায়। আমি জানি না, কোন বিষয়টা ওর ভাবনায় পরিবর্তন এনেছে। তবে ও রাজি হয়ে যায়। আমার মতে, রবি চলে যাওয়ার পর কোচিং সংক্রান্ত বিষয়ে বিসিসিআই এটাই সবথেকে ভালো কিছু করতে পারত।’






