আরও এক বার বিতর্কে জড়ালেন ব্রিটিশ সমর্থকেরা। এর আগে উয়েফা ইউরোতে তাঁদের অভব্য আচরণের জন্য গোটা বিশ্ব জুড়ে সমালোচনার ঝড় বয়ে গিয়েছে।
ফের তাঁদের আচরণ নিয়ে বিতর্ক শুরু হয়েছে। এ বার লর্ডস টেস্টে তাঁদের আচরণের জন্য ইংল্যান্ডেরই মাথা হেঁট হল গোটা বিশ্বের সামনে। লর্ডসে কী করেছেন তাঁরা জানেন?
বাউন্ডারির পাশে দাঁড়িয়ে ফিল্ডিং করছিলেন কেএল রাহুল। ৬৯তম ওভারে বল করছিলেন মহম্মদ সামি। স্ট্রাইকে ছিলেন জো রুট।
সেই সময়ে রাহুলকে লক্ষ্য করে শ্যাম্পেনের বোতলের কর্ক ছোড়েন ব্রিটিশ সমর্থকরা। বিরাট কোহলিকে সে কথা ইশারা করে বলেন রাহুল। কোহলি পাল্টা সেগুলো গ্যালারিতেই ছুড়ে দিতে বলেন।
তবে ব্রিটিশ সমর্থকদের এই আচরণে নেটপাড়ায় আলোড়ন পড়ে গিয়েছে। এই নিয়ে সমালোচনার ঝড় বয়ে চলেছে।
লর্ডস টেস্টের প্রথম ইনিংসে শতরান করেছেন রাহুল। ১২৯ রান করে তিনি আউট হন। ভারতের ৩৬৪ রানের ইনিংসে বড় অবদান রয়েছে রাহুলের।
দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে অবশ্য ইংল্যান্ড দুুরন্ত ছন্দে রয়েছে। জো রুট সিরিজের দ্বিতীয় শতরান করে ফেলেছেন। ভারতকে একাই দায়িত্ব নিয়ে চাপে ফেলে দিয়েছেন ব্রিটিশ অধিনায়ক।