চলতি বছরের শেষের দিকে ভারতের মাটিতে বসবে ওডিআই বিশ্বকাপ। ইতিমধ্যেই সব দল বিশ্বকাপের প্রস্তুতি শুরু করে দিয়েছে। তার আগে প্রত্যেকটি ক্রিকেটারের কাছে এবারের আইপিএল খুবই গুরুত্বপূর্ণ।
সবাই চাইবে নিজেদের সেরাটা দিয়ে জাতীয় দলে জায়গা করে নিতে। তাহলে বিশ্বকাপে খেলার সম্ভাবনা অনেকটাই থাকবে। সেটা শুধুমাত্র ভারতীয় ক্রিকেটাররাই নন, বিদেশের ক্রিকেটাররা এবারের আইপিএলকে বিশেষ গুরুত্ব দিচ্ছে।
আবার অনেক ক্রিকেট বোর্ড ভারতের মাটিতে নিজেদের ক্রিকেটারদের মানিয়ে নিতে জাতীয় দলের খেলা থাকা সত্বেও আইপিএলে ছাড়পত্র দিয়েছে। এটা স্পষ্ট হয়েছে, আসন্ন ওডিআই বিশ্বকাপের কথা মাথায় রেখে অনেকেই আইপিএলকে বেশ গুরুত্ব দিচ্ছে। একই সঙ্গে বিসিসিআই এবং রাহুল দ্রাবিড়ও আইপিএলের দিকে বেশ নজর
রাখছেন। কে কেমন পারফরম্যান্স করে, তার ওপর গুরুত্ব পাবে ভারতীয় দলে সুযোগ হবে কিনা। বীরেন্দ্র সেহওয়াগও নজর রেখেছেন। সেই সঙ্গে তিনি বেশ কিছু ক্রিকেটারকে সতর্কও করেও রেখেছেন বীরু। তিনি মনে করছেন কুলদীপ এবং চাহাল জুটির বিকল্প দেখা কোনও জুটিকে দেখা যেতে পারে বিশ্বকাপে।
ভারতীয় দলের কাছে ওডিআই বিশ্বকাপের জন্য ৫ টি স্পিনার রয়েছে। এই পাঁচজন স্পিনারের মধ্যে তিনজন অলরাউন্ডার। তারা হলেন রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল এবং ওয়াশিংটন সুন্দর। এছাড়াও দুইজন আরও বোলার রয়েছে, তারা হলেন যুজবেন্দ্র চাহাল এবং কুলদীপ যাদব।
বৃহস্পতিবার একটি সাক্ষাৎকারে বীরেন্দ্র সেহওয়াগ মনে করেন অক্ষরের থেকে অনেকটাই এগিয়ে রয়েছেন বরুণ চক্রবর্তী। কলকাতা নাইট রাইডার্সের হয়ে বরুণ চক্রবর্তী দুর্দান্ত পারফরম্য়ান্স করেন। আরসিবির বিরুদ্ধে ৪ উইকেট নেন বরুণ। বরুণের এমন পারফরম্যান্স দেখে সেহওয়াগ বলেন, ‘বরুণ এমন একজন বোলার, ওকে দেখে কেউ বলবে না ও স্পিনার। ওর বোলিং করার পদ্ধতি একেবারে আলাদা।
অন্যসব স্পানাররা যেভাবে বল করে, সেই ভাবে বল করে না। টপস্পিন এবং গুগলি দিতে ভালো পারে। শুধু তাই নয়, আরসিবি ব্যাটাররা সেদিন ভালো খেলতে পারেনি। তাই ম্যাচ হেরেছে। এই মরশুমে ভালো পারফরম্যান্স করলে ২০২৩ বিশ্বকাপে বরুণ প্রতিযোগী হয়ে উঠকে পারে।’
ওডিআই বিশ্বকাপে ভারতীয় দল বরুণকে নির্বাচিত করার থেকে অনেক দূরে রয়েছেন। বরুণ শেষবার ভারতের হয়ে ২০২১ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলেছিলেন। কিন্তু তারপরেই তিনি অদ্ভুতভাবে বাদ পড়েন এবং তাঁকে জাতীয় দলে দেখা যায়নি। যদিও বরুণ এখনও ওয়ানডেতে অভিষেক করেননি। তিনি টি-টোয়েন্টিতে ৬টি ম্যাচ খেলেছেন। নিয়েছেন দু’টি উইকেট।