রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিপক্ষে ডোয়েন ব্র্যাভো দুরন্ত ছন্দে ছিলেন। ৩ উইকেট নিয়েছেন তিনি। তাঁর সৌজন্যেই বিরাট কোহলির দল ৬ উইকেট হারিয়ে ১৫৬ রান করেছিল। যে রানটা সহজেই তুলে নেয় চেন্নাই সুপার কিংস। ৬ উইকেটে ম্যাচ জিতে যায় চেন্নাই। তবে ব্র্যাভো যত ভালই ছন্দে থাকুন না কেন, মহেন্দ্র সিং ধোনি কিন্তু জানিয়ে দিয়েছেন, গোটা বছর ধরেই তাঁর সঙ্গে ব্র্যাভোর কার্যত লড়াই চলে। কেন আবার, ব্র্যাভোর স্লোয়ার বল করা উচিত কি উচিত নয়, এই নিয়েই চলে দু’জনের লড়াই।
ম্যাচের পর ধোনি ব্র্যাভোর পারফরম্যান্সে উচ্ছ্বসিত হলেও বলেছেন, ‘ব্র্যাভো বেশ ফিট রয়েছে। এটা আমাদের জন্য খুবই ভাল বিষয়। আর ও নিজের খেলার জন্য মুখিয়ে ছিল। আমি ব্র্যাভোকে আমার ভাই বলি। তবে আমরা প্রতি বছর লড়াই করি একটা বিষয় নিয়েই। ব্র্যাভোর স্লোয়ার বল করা উচিত কি, উচিত নয়!’ তিনি এর সঙ্গেই যোগ করেন, ‘আমি ব্র্যাভোকে বলি তুমি ব্যাটারদের বোকা বানাতে স্লোয়ার দাও। এটা সবাই জেনে গিয়েছে। তা হলে প্রতিটা বলেই কেন আলাদা আলাদা ডেলিভারি করবে না? সেটা ইয়র্কারও হতে পারে বা লেন্থ। স্লোয়ার বল না করে বরং সবাইকে চমকে দাও। এটাই হবে তোমার বোকা বানানোর পদ্ধতি। কিন্তু ব্যাটারদের সংশয়ের মধ্যে রাখতে চাইলে অন্য বিষয়।’
ধোনি আরও বলেন, ‘ব্র্যাভো গোটা বিশ্ব জুড়ে বিভিন্ন পরিস্থিতিতে ভিন্ন ভিন্ন জায়গায় এই ফর্ম্যাটে খেলছে। যখনই দলের প্রয়োজন হয় ব্র্যাভো নিজের কাঁধে দায়িত্ব নিয়ে আমাদের কাজটা সহজ করে দেয়।’