রবিবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে কার্যত মরণ-বাঁচন ম্যাচ ছিল ভারতের। এই ম্যাচ হেরে বিশ্বকাপ থেকে কার্যত ছিটকেই গিয়েছে টিম ইন্ডিয়া। অলৌকিক কিছু না ঘটলে সেমিফাইনালে যাওয়ার আশা ভারতের কার্যত নেই।







আর সেই গুরুত্বপূর্ণ ম্যাচেই কিনা রোহিত শর্মাকে দুম করে ৩ নম্বরে নামিয়ে দেওয়া হয়। এই ঘটনার তীব্র সমালোচনা করেছেন গৌতম গম্ভীর। টিম ম্যানেজমেন্টের উপর তিনি ক্ষোভ উগড়ে দিয়েছেন।
তাঁর মতে, রোহিত শর্মা ভারতের সেরা সাদা বলের ক্রিকেটার। সেই ক্রিকেটারের ব্যাটিং পজিশন পাল্টানোটাই ভারতীয় থিঙ্ক ট্যাঙ্কের নেতিবাচক চিন্তা।







পাকিস্তানের কাছে ১০ উইকেটে হারের পর, কেন উইলিয়ামসনদের কাছে ভারত ৮ উইকেটে হেরেছে। কিউয়িদের বিরুদ্ধে সূর্যকুমার যাদবের বদলে ইশান কিষাণকে প্রথম একাদশে সুযোগ দেওয়া হয়।
কেএল রাহুলের সঙ্গে ওপেন করেন ইশান। এর পর তিনে নামেন রোহিত। চারে বিরাট কোহলি। কিন্তু ভারতের এই ব্যাটিং অর্ডার পরিবর্তনের সিদ্ধান্ত বুমেরাং হয়েছে। একেবারেই ব্যর্থ হয়েছেন প্রথম চার ব্যাটসম্যান।
তার মধ্যে কেএল রাহুল ১৮ করেছেন। রোহিত শর্মা ১৪ রান। ইশান এবং বিরাট তো দুই অঙ্কের ঘরেই পৌঁছতে পারেননি।







প্রথম চার জন ব্যাটসম্যান ব্যর্থ হওয়ার নিটফল, ১১০ রানেই শেষ হয়ে যায় ভারতের ইনিংস। যে রান ২ উইকেট হারিয়ে সহজেই তুলে ফেলে নিউজিল্যান্ড।
ইএসপিএন ক্রিকইনফো-তে একটি আলোচনার সময়ে গৌতম গম্ভীর পরিষ্কার বলে দেন, রোহিতের চেয়ে ইশান কিষাণ ভালো পারফরম্যান্স করবেন, ভারতীয় টিম ম্যানেজমেন্টের এই ধারণাটাই পুরো ভুল।







তাঁর মতে, ‘এটা যদি ভেবে নেওয়া হয়, রোহিত শর্মা যে কাজটা করতে পারবে না, সেটা ইশান কিষাণ সাফল্যের সঙ্গে করে দেবে, তবে সেটা পুরোটাই ভুল ভাবনা। যদি এই রকমটা ভাবা হয়ে থাকে যে, ইশান কিষাণ প্রথম ছয় ওভারে ৬০ রানের দুরন্ত ইনিংস খেলে দেবে, আর তার পর বিরাট এবং রোহিত এসে সেটা আরও ভাল জায়গায় নিয়ে যাবে, এটা ভেবে নেওয়াটাই তো ভুল। কারণ রোহিত শর্মার চেয়ে ভালো সাদা বলের ক্রিকেটার আমরা দেখিনি। যে প্লেয়ারের টি-টোয়েন্টিতে চারটি সেঞ্চুরি রয়েছে, তাকে যদি এখনও ৩ নম্বরে ব্যাট করানো হয়, তবে সেটা একেবারেই নেতিবাচক চিন্তা।’







Kohli should stepdown from the captaincy in all fomats of the game. Indian cricket team needed some changes from their playing eleven.Bcci must take some bold decisions inthis regard.