কাপর কাচার থাপি দিয়ে শুরু ক্রিকেট জীবন, এখন ভারতের ‘ক্রিস গেইল”

ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে আইপিএলের দ্বিতীয় পর্বের লড়াই। মঙ্গলবার আইপিএলের এই লড়াইয়ে মুখোমুখি হয়েছিল রাজস্থান এবং পাঞ্জাব। প্রথমে ব্যাট করে এদিন ১৮৫ রান সংগ্রহ করেছিল রাজস্থান।

রুদ্ধশ্বাস এই ম্যাচে শেষ ওভারে ৪ রান বাঁচাতে নেমে মাত্র ১ রান খরচ করে কার্যত হিরো হয়ে উঠেছিলেন কার্তিক ত্যাগি।

তবে রাজস্থান এতটা লড়াই-ই করতে পারত না যদি ব্যাট হাতে মাত্র ১৭ বলে ৪৩ রানের দুর্দান্ত ইনিংস না খেলতেন মহিপাল লোমরোর।

গতকাল মহিপাল তার এই বিধ্বংসী ইনিংস সাজিয়েছিলেন চারটি ছক্কা এবং দুটি বাউন্ডারি দিয়ে। অনেকেই তার এই ইনিংস এবং হিটিং রেঞ্জ দেখে মনে করছেন ভবিষ্যতে ভারতের এক বড় সুপারস্টার হয়ে উঠবেন তিনি।

আসুন জেনে নেওয়া যাক কেমন ছিল মহিপালের ছোটবেলা। মহিপাল রাজস্থানের নাগঘরের বাসিন্দা। ছোটবেলা থেকেই তার স্বপ্ন ছিল ক্রিকেট।

তার ঠাকুমা জানিয়েছেন, বাড়িতে কাপড় কাচার থাপি (লন্ড্রি স্টিক) দিয়েই ক্রিকেট খেলতে শুরু করেন মহিপাল এবং জোরাজুরি করতে শুরু করেন একটি ব্যাটের জন্য। ঠাকুমার কথাতেই প্রথম ব্যাট কিনে দেওয়া হয় মহিপালকে।

আর সেই ব্যাট হাতে পেতেই বোনের সঙ্গে বাড়ির গলিতে ক্রিকেট শুরু করেন ছোট্ট মহিপাল। এরপর ১১ বছর বয়সেই তাকে বাড়ি ছেড়ে চলে যেতে হয়।

নাগঘর এলাকায় সেভাবে ক্রিকেটের সুযোগ সুবিধা না থাকায় কোচের সঙ্গে পরামর্শ করে মহিপালকে জয়পুর পাঠিয়ে দেন তার বাবা। ছোট্ট মহীপালের দেখাশোনা করতে তার সঙ্গেই চলে আসেন তার ঠাকুমাও।

মহিপালকে বলা হয় ছোট ক্রিস গেইল। অনূর্ধ্ব -১৪ ওয়ারোক শিল্ডে ফাইনালে বিধ্বংসী ২৫০ রানের ইনিংস খেলার পরেই তাকে এই নাম দেন ভারতের প্রাক্তন উইকেটরক্ষক ব্যাটসম্যান চন্দ্রকান্ত পণ্ডিত।

প্রসঙ্গত উল্লেখ্য ঋষভ পান্থের সঙ্গে বহুদিন ক্রিকেট খেলেছেন মহিপাল। দুজনের মধ্যে বন্ধুত্ব যথেষ্ট গভীর, অনেকে তাদের জয় বীরু বলেও ডাকতেন। পরে অবশ্য ঋষভ দিল্লি চলে যান আর রাজস্থানেই থেকে যান মহিপাল।

মাত্র ১৯ বছর বয়সেই রাজস্থান ক্রিকেট দলের অধিনায়ক হয়েছিলেন তিনি। আইপিএলে তার প্রথম আগমন, দিল্লি ডেয়ারডেভিলসের হাত ধরে।

যদিও সেখানে তেমন খেলার সুযোগ না পাওয়ায় পরবর্তী ক্ষেত্রে রাজস্থানে চলে আসেন লোমরোর। এখনো পর্যন্ত আইপিএলে আটটি ম্যাচ খেলেছেন তিনি।

মিডল অর্ডারে ব্যাট করে ১৩৭ স্ট্রাইকরেটে সংগ্রহ করেছেন ১৩০ রান। অনেকেই মনে করেন ক্রিকেট ক্যারিয়ার এখনো ছোট বটে তবে তিনি আসলেই ছোট প্যাকেটে বড় ধামাকা।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *