নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্ট শুরুর আগে চেতেশ্বর পূজারা কার্যত নিশ্চয়তা দিলেন যে, কানপুরে টিম ইন্ডিয়ার প্রথম একাদশে জায়গা পেতে চলেছেন শুভমন গিল।







যদিও তরুণ ক্রিকেটারের সম্ভাব্য ব্যাটিং অর্ডার নিয়ে মুখ খুললেন না প্রথম টেস্টে ভারতের ভাইস ক্যাপ্টেনের দায়িত্ব পাওয়া চেতেশ্বর।
টেস্ট দলে অভিষেকের পর থেকে শুভমন গিল ব্যাট হাতে নজর কাড়েন। তবে চোটের জন্য ইংল্যান্ড সফর থেকে ছিটকে যান তরুণ ওপেনার। তাঁর বদলে রোহিতের সঙ্গে ওপেন করতে নেমে লোকেশ রাহুল টিম ম্যানেজমেন্টের আস্থার যথাযথ মর্যাদা রাখেন।







এখন চোট সারিয়ে গিল টেস্ট দলে ফেরায় প্রথম একাদশে তাঁর জায়গা হবে কিনা, তা নিয়ে সংশয় দেখা দেয়। শেষমেশ মাঠে নামার সুযোগ হলেও লোকেশের সঙ্গে তিনি ওপেন করেত নামবেন, নাকি ব্যাটিং অর্ডারের অন্যত্র খেলানো হবে গিলকে, তা নিয়েও শুরু হয়েছে খোঁজখবর নেওয়া।
মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে এপ্রসঙ্গে পূজারা বলেন, ‘এখনই সবটুকু খোলসা করা ঠিক হবে না। তবে ও (গিল) অত্যন্ত প্রতিভাবান ক্রিকেটার এবং ও নিশ্চিতভাবেই দলের অংশ হবে। ওর মতো ক্রিকেটারকে নিয়ে বিশেষ দুশ্চিন্তার কিছু নেই। অভিষেকের পর থেকে গত দু’বছরে ও ভালো ক্রিকেট খেলেছে। দুর্ভাগ্যের বিষয় যে, ইংল্যান্ড সফরটা হাতছাড়া হয় ওর।’







গিলের সম্ভাব্য ব্যাটিং অর্ডার নিয়ে পূজারা বলেন, ‘রাহুল ভাই দলের সঙ্গে রয়েছে। ও সঠিক পথ দেখাতে পারবে। আমি ওর ব্যাটিং অর্ডার খোলসা করতে চাই না। তবে ও পুরোপুরি প্রস্তুত এবং নিশ্চিতভাবেই নিজের স্বাভাবিক খেলা খেলবে। আমি নিশ্চিত, ও এই সিরিজে ভালো কিছু করে দেখাতে চাইবে।’






