ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলে কলকাতা নাইট রাইডার্স ও দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে ম্যাচের ২০তম ওভারে ফের নাটক।







চেন্নাই সুপার কিংসের পর এ বার দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধেও। যার জেরে উত্তপ্ত হল শারজা। প্রকাশ্যে তীব্র ঝামেলায় জড়ালেন রবিচন্দ্রন অশ্বিন এবং টিম সাউদি।
তাঁদের এই উত্তেজনার প্রভাব মাঠের বাইরে দিল্লি ক্যাপিটালসের ইনিংস শেষ হওয়ার পরেও আছড়ে পড়ল।
দিল্লির ইনিংসের শেষ ওভারে বল করতে এসেছিলেন টিম সাউদি। ওভারের প্রথম বলেই অশ্বিনকে ফেরান তিনি। অশ্বিনের তখন ৮ বলে ৯ রান।







অশ্বিন যখন সাজঘরে ফিরছিলেন, তখন টিম সাউদি কিছু একটা মন্তব্য করেন। যা শুনে মারাত্মক খেপে যান অশ্বিন। ঘুরে এসে পাল্টা জবাব দেন তিনিও।
এর পরেই প্রকাশ্যে দু’জনকে উত্তপ্ত বাক্য বিনিময়ে জড়িয়ে পড়তে দেখা যায়।
অধিনায়ক ইয়ন মর্গ্যান এসে আবার কিছু মন্তব্য করায় পরিস্থিতি আরও জটিল হয়ে যায়।







ঝামেলায় জড়িয়ে পড়তে দেখা যায় দিল্লির অধিনায়ক ঋষভ পন্তকেও। পরিস্থিতি উত্তপ্ত হচ্ছে দেখে দীনেশ কার্তিক এসে কোনও মতে সবাইকে সামলান। অশ্বিনকে ঝামেলার জায়গা থেকে সরিয়ে দেন। পন্তকেও শান্ত করেন।
এর পরেও অবশ্য শেষ ওভারে নাটক বাকি ছিল। কলকাতার ইনিংসে মরগ্যানকে আউট করে আবারো বুনো উদযাপন করে মরগ্যানের দিকে এগিয়ে যান রবিচন্দ্র অশ্বিন।
উল্লেখ্য, ম্যাচে অবশ্য অশ্বিনের দিল্লিকে ৩ উইকেটে হারিয়েছে মরগ্যানের কলকাতা।
ভিডিও দেখতে এখানে ক্লিক করুন…।।






