কলকাতার পয়েন্ট ৪, যেই হিসাব নিকাশে প্লে অফে যেতে পারে কলকাতা নাইট রাইডার্স

IPL-এর প্রথম পর্বে শুরুটা একেবারে ভালো করতে পারেনি কলকাতা নাইট রাইডার্স। ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী অধিনায়ক ইয়ন মরগ্যানের নেতৃত্বে প্রথম পর্বে সাতটা ম্যাচে পাঁচটা ম্যাচে হেরেছে তারা।

সানরাইজার্স হায়দরাবাদকে হারিয়ে অভিযান শুরু করলেও এরপর থেকেই নাইট ব্রিগেডের পারফরম্যান্স গ্রাফ ক্রমশ নামতে থাকে। এরপর শুধু পঞ্জাব কিংসের বিরুদ্ধে জয়লাভ করেছে KKR।

এছাড়া বাকি ম্যাচগুলোতে হারের মুখ দেখতে হয়। ফলে ইতিমধ্যেই কঠিন হয়ে গিয়েছে প্লে-অফে যাওয়া। আর সেই কারণেই এই টুর্নামেন্টের দ্বিতীয় পর্বটা বেশ কঠিন কলকাতা নাইট রাইডার্সের জন্য।

এর পিছনে বেশ কয়েকটা কারণ রয়েছে। চলতি মরশুমে নাইট রাইডার্সের টপঅর্ডার শুরুটা ভালো করতে পারেনি।

নীতিশ রানা দলের হয়ে সর্বোচ্চ রান করেছেন প্রথম পর্বে। তাঁর মোট রান ২০১। তিনি বর্তমানে IPL-এ সর্বোচ্চ রান করা ব্যাটসম্যানদের তালিকায় ১৪তম স্থানে রয়েছেন।

দলের বোলিং বিভাগের অবস্থাও ভালো না । প্যাট কামিন্স ছাড়া কেউ দাগ কাটতে পারেননি। তিনি প্রথম পর্বে নিয়েছেন ৯ উইকেট। তিনি আছেন সাত নম্বর স্থানে।

তবে অজি তারকা দ্বিতীয় পর্বে থাকবেন না। তাঁর জায়গায় নেওয়া হয়েছে টিম সাউদিকে। মাত্র একটা ম্যাচে বিপক্ষকে ১৪০ রানের নিচে বেঁধে রাখতে পেরেছেন নাইট বোলাররা।

গত মরশুমে দীনেশ কার্তিকের ব্যর্থতার পর ইয়ন মরগ্যানকে দায়িত্ব দেয় ম্যানেজমেন্ট। সমর্থকরা ভেবেছিলেন, এবার হয়ত ভাগ্য ঘুরবে দলের। কিন্তু অবস্থা একই রয়ে গেছে।

গৌতম গম্ভীরের থেকে অধিনায়কত্বের ব্যাটন তুলে নিয়েছিলেন দীনেশ কার্তিক। গম্ভীরের নেতৃত্বেই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে দু’বার চ্যাম্পিয়ন হয় কলকাতা নাইট রাইডার্স। কিন্তু, গম্ভীর পরবর্তী সময়ে দলের অবস্থা আরও খারাপ হতে থাকে।

বিশেষজ্ঞদের মতে, এর প্রধান কারণ হল প্লেয়ার নির্বাচন। এরজন্য ব্রেন্ডন ম্যাককালাম ও তাঁর কোচিং ইউনিটকে দোষ দিয়েছেন করছেন বিশেষজ্ঞরা। তবে দ্বিতীয় পর্বে শাহরুখ খানের দল ভালো খেলবে বলেই আশাবাদী বলে সবাই।

২০ সেপ্টেম্বর রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে ম্যাচ দিয়ে অভিযান শুরু করবে কলকাতা নাইট রাইডার্স। IPL-এর ইতিহাসে রয়্যাল চ্যালেঞ্জার্সের বিরুদ্ধে সবথেকে ভালো রেকর্ড আছে নাইটদের।

প্লে অফে যেতে গেলে দ্বিতীয় পর্বে ভালো ফল করতে হবে নাইটদের। দেখে নিন কোন অঙ্কে প্লে অফে যেতে পারে কলকাতা নাইট রাইডার্স।

বিশেষজ্ঞদের মতে, যাত্রা কঠিন। প্লে অফে যেতে গেলে একটা দলকে ১৬ পয়েন্ট পেতে হয়। KKR-এর কাছে আছে মাত্র ৪ পয়েন্ট।

১৬ পয়েন্ট পেতে গেলে বাকি থাকা সাত ম্যাচের মধ্যে মরগ্যান ব্রিগেডকে ৬টা ম্যাচ জিততেই হবে। তাহলে সম্ভবনা আছে প্লে অফে যাওয়ার। তবে অনেকবার দেখা গেছে ১৪ পয়েন্ট নিয়েও অনেক দল প্লে অফে চলে গেছে।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *