‘কখনও ভাবিনি ও এমন ভয়ঙ্কর টি-২০ ব্যাটসম্যান’, চেন্নাই সুপার কিংসের তারকা ওপেনারের খেলায় রীতিমতো হতবাক গৌতম গম্ভীর। প্রাক্তন নাইট অধিনায়ক স্পষ্ট জানালেন যে, সিএসকের অভিজ্ঞ ক্রিকেটার সব প্রত্যাশা ছাপিয়ে গিয়েছেন।







আসলে গম্ভীর অভিভূত চেন্নাইয়ের দক্ষিণ আফ্রিকান ওপেনার ফ্যাফ ডু’প্লেসির খেলায়। লিগের ১৪ ম্যাচে ৪৫.৫০ গড়ে ৫৪৬ রান সংগ্রহ করেছেন প্রোটিয়া তারকা।
অরেঞ্জ ক্যাপের দৌড়ে লোকেশ রাহুলের ঠিক পিছনে দ্বিতীয় স্থানে রয়েছেন ফ্যাফ। ইতিমধ্যেই ৫টি হাফ-সেঞ্চুরি করেছেন তিনি। স্ট্রাইক রেট ১৩৭.৫৩।







ডু’প্লেসি প্রত্যাশা ছাপিয়ে গিয়েছেন কিনা এ প্রসঙ্গে ESPNCricinfo-কে গম্ভীর বলেন, ‘সত্যি বলতে যদি আমাকে জিজ্ঞাসা করেন, তবে আমি বলব হ্যাঁ অবশ্যই।’
গম্ভীর জানান যে, তিনি কখনও ডু’প্লেসিকে আগ্রাসী টি-২০ ব্যাটসম্যান হিসেবে বিবেচনা করেননি। তবে প্রোটিয়া তারকা তাঁর ধারণাকে ভুল প্রমাণ করেছেন।
গম্ভীরের কথায়, ‘আমি কখনই ভাবতে পারিনি ও এরকম ভয়ঙ্কর টি-২০ ব্যাটার। হ্যাঁ, ও সিএসকের হয়ে রান করে। তবে শেন ওয়াটসনের মতো প্রভাব ছিল না কখনই। ও ৪০ বলে ৫০ রান করত।







যদিও প্রতিপক্ষের বোলারদের সেই অর্থে ধাক্কা দিতে পারত না। ও কখনই অল-আউট ম্যাচ উইনার ছিল না। শেন ওয়াটসন রান করলে ৬০ বলে ১০০ করত।
সুতরাং ফ্যাফ এবার অবশ্যই সব প্রত্যাশাকে ছাপিয়ে গিয়েছে। শুধু আমার নয়, আরও অনেকের ধারণাকে ভুল প্রমাণ করেছে ও।’






