ওপেনিং জুটিতে রোহিত-গিলের জোড়া সেঞ্চুরিতে পাহাড় সমান রানের দিকে ভারত, দেখেনিন সর্বশেষ স্কোর

সিরিজের তৃতীয় ওয়ান ডে ম্যাচে টস জিতল নিউজিল্যান্ড। টস জিতে কিউয়ি দলনায়ক টম লাথাম শুরুতে ব্যাট করার আমন্ত্রণ জানান ভারতকে। সুতরাং, ইন্দোরে রান তাড়া করতে নিউজিল্যান্ড

ভারত সিরিজের তৃতীয় ওয়ান ডে ম্যাচে প্রথম একাদশে একজোড়া রদবদল করে। দুই পেসার মহম্মদ সিরাজ ও মহম্মদ শামিকে বিশ্রাম দেন রোহিতরা। পরিবর্তে দলে ঢোকেন উমরান মালিক ও যুজবেন্দ্র চাহাল।

সুতরাং, বাড়তি ,স্পিনার নিয়ে মাঠে নামার সিদ্ধান্ত নেয় টিম ইন্ডিয়া। নিউজিল্যান্ড তাদের প্রথম একাদশে একটি বদল করে। হেনরি শিপলির বদলে দলে ঢোকেন জেকব ডাফি।

শুভমন গলিকে নিয়ে ওপেন করতে নামেন রোহিত শর্মা। বোলিং শুরু করেন জেকব ডাফি। শুরুতেই ওয়াইডে এক রান পায় ভারত। শেষ বলে ২ রান নিয়ে খাতা খোলেন রোহিত।

দ্বিতীয় ওভারে লকি ফার্গুসনের তৃতীয় বলে চার মারেন শুভমন গিল। তৃতীয় ওভারে ডাফির প্রথম ও তৃতীয় বলে জোড়া বাউন্ডারি মারেন রোহিত শর্মা। ৩ ওভার শেষে ভারতের স্কোর বিনা উইকেটে ১৫ রান। রোহিত ১২ বলে ১০ রান করেছেন। ৬ বলে চার রান করেছেন গিল

অষ্টম ওভারে দলগত ৫০ রানের গণ্ডি টপকে যায় ভারত। পঞ্চম ওভারে ডাফির বলে ১টি ছক্কা মারেন রোহিত। ১টি ছক্কা হাঁকান গিল। সপ্তম ওভারে টিকনারের বলে ১টি চার মারেন রোহিত। ১টি চার মারেন গিল। অষ্টম ওভারে ফার্গুসনের বলে ৪টি চার ও ১টি ছক্কা মারেন গিল।

৮ ওভার শেষে ভারতের স্কোর বিনা উইকেটে ৬৪ রান। গিল ২৪ বলে ৪১ রান করেছেন। তিনি ৬টি চার ও ২টি ছক্কা মেরেছেন। রোহিত ২৪ বলে ২১ রান করেছেন। তিনি ৩টি চার ও ১টি ছক্কা মেরেছেন।

১৩তম ওভারে দলগত ১০০ রানের গণ্ডি টপকে যায় ভারত। ১৩ ওভার শেষে ভারতের স্কোর বিনা উইকেটে ১০১ রান। গিল ৫৪ ও রোহিত ৪৫ রানে ব্যাট করছে।

৮টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৩৩ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন শুভমন গিল। ১২ ওভার শেষে ভারতের স্কোর বিনা উইকেটে ৯৭ রান। গিল ৫২ ও রোহিত ৪৩ রানে ব্যাট করছেন।

১৩তম ওভারে দলগত ১০০ রানের গণ্ডি টপকে যায় ভারত। ১৩ ওভার শেষে ভারতের স্কোর বিনা উইকেটে ১০১ রান। গিল ৫৪ ও রোহিত ৪৫ রানে ব্যাট করছে।

২৫তম ওভারে দলগত ২০০ রানের গণ্ডি টপকে যায় ভারত। অর্ধেক ইনিংস শেষে টিম ইন্ডিয়ার স্কোর বিনা উইকেটে ২০৫ রান। রোহিত ৮০ বলে ৯৯ রান করেছেন। গিল ৭০ বলে ৯৮ রান করেছেন।

৯টি চার ও ৬টি ছক্কার সাহায্যে ৮৩ বলে ব্যক্তিগত শতরান পূর্ণ করেন রোহিত শর্মা। ১৩টি চার ও ৪টি ছক্কার সাহায্যে ৭২ বলে ব্যক্তিগত শতরান পূর্ণ করেন শুভমন গিল।

সর্বশেষ স্কোর
ভারত-২১২/০ (২৬ অভার) (রোহিত ১০১*, শুভমান গিল ১০৩*)

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *