অস্ট্রেলিয়ার বিরুদ্ধে গোলাপি বলের ঐতিহাসিক টেস্টটি ড্র হয়ে গিয়েছে ঠিকই। তার আফসোসও রয়েছে ভারতীয় দলের। তবে এই টেস্টে বহু নজির গড়েছে ভারত।







তার মধ্যে একটি হল এই প্রথম বার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ইনিংসে লিড পেল মিতালি রাজের টিম।
এর আগে অজিদের বিরুদ্ধে ১০টি টেস্ট খেলেছে ভারত। কিন্তু প্রথম ইনিংসে এই প্রথম বার লিড পেলেন ভারতের মেয়েরা। প্রথম ইনিংসে ১৩৬ রানে এগিয়ে ছিল ভারত।
কারণ অস্ট্রেলিয়া ৯ উইকেটে ২৪১ রানেই ইনিংস ডিক্লেয়ার করে দেয়। ডিক্লেয়ার না করলেও হয়তো দ্রুত ১ উইকেট হারিয়ে ফেলত অস্ট্রেলিয়া।







তাতেও লিড পেত ভারতই। সে যাই হোক প্রথম ইনিংসে লিড পেয়ে নতুন নজির গড়ে ফেললেন ভারতের মেয়েরা।
টেস্ট না জেতার আক্ষেপটা তীব্র রয়েছে মিতালিদের। তবে এই টেস্ট ড্র হওয়ার বড় কারণ হল বৃষ্টি। টেস্টের প্রথম দু’দিনের খেলা বৃষ্টির জন্য পুরো হতে পারেনি। ভেস্তে গিয়েছিল দু’দিনের খেলা। তবু চেষ্টা করেছিল ভারত।
প্রথম ইনিংসে স্মৃতি মন্ধানার ১২৭ রানের সুবাদে বড় রানের পাহাড় গড়ে ভারত। ৮ উইকেটে ৩৭৭ রান করে ডিক্লেয়ার করেন মিতালিরা।







জবাবে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে ৯ উইকেট হারিয়ে ২৪১ রানে ডিক্লেয়ার করে দেয়। ১৩৬ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ৩ উইকেটে ১৩৫ রান করে ভারত আবার ডিক্লেয়ার করে দেয়।
সব মিলিয়ে অস্ট্রেলিয়ার সামনে জয়ের জন্য লক্ষ্যমাত্রা দাঁড়ায় ২৭২ রানের। হাতে ছিল ৩২ ওভার। এই পরিস্থিতিতে টি-২০ সুলভ গতিতে রান তুলতে হতে অস্ট্রেলিয়াকে।
যেটা অসম্ভব ছিল। অস্ট্রেলিয়ার যখন ১৫ ওভারে ২ উইকেটের হারিয়ে ৩৬ রান, তখন দুই অধিনায়কের সম্মতিতেই ম্যাচটি ড্র ঘোষিত হয়।






