এবার বিগ ব্যাশ মাতাবেন রাসেল , দেখুন কোন দলের হয়ে খেলবেন এই নাইট তারকা

বিশ্বের বিভিন্ন প্রান্তের যে কোনো ফ্রাঞ্চাইজ লিগেই ‘হট প্রপার্টি’ আন্দ্রে রাসেল। তবে বিগত চার বছর ধরে অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে খেলতে দেখা যায়নি তাঁকে। এবার অবশেষে সেই আক্ষেপ পূরণ হতে চলেছে। মেলবোর্ন স্টার্সের জার্সিতে খেলতে দেখা যাবে ওয়েস্ট ইন্ডিজের তারকা অলরাউন্ডারকে।

শুক্রবার (১০ ডিসেম্বর) নিজের জরুরি ৭২ ঘন্টার নিভৃতবাস সেরে স্টার্সের হয়ে নিজের প্রথম ম্যাচ খেলতে নামবেন রাসেল। চোট আঘাতে জর্জরিত গ্লেন ম্যাক্সওয়েলের নেতৃত্বাধীন স্টার্স নিজেদের প্রথম ম্যাচে বিগ ব্যাশ রেকর্ড ১৫২ রানে সিডনি সিক্সার্সদের বিরুদ্ধে পরাজিত হন। তবে সিডনি থান্ডারদের বিরুদ্ধে ঘুরে দাঁড়াতে বদ্ধপরিকর স্টার্সরা। সেই কাজে ‘দ্রে রাস’ স্টার্সের সাহায্য করবেন। যদিও মাত্র পাঁচ ম্যাচই খেলবেন তারকা অলরাউন্ডার।

রাসেল টি-টোয়েন্টি বিশ্বকাপে ভাল ফর্মে না থাকলেও টি-১০ লিগের ফাইনালে ৩২ বলে ৯০ রান করে ফর্মে ফিরেছেন। বিগ ব্যাশে ১৯ ম্যাচ খেলা রাসেলের ১৬৬.২৯-র স্ট্রাইক রেটও মেলবোর্নে রাসেল ঝড়ের পূর্বাভাস দিচ্ছে। এখনও অবধি রাসেল অজিভূমে ফ্রাঞ্চাইজি লিগে মোট ২৯৩ রান করার পাশপাশি ২৩টি উইকেটও নিয়েছেন। রাসেলের পাশপাশি স্টার্স দলে পাকিস্তান ফাস্ট বোলার হ্যারিস রউফকেও রাখা হয়েছে। রউফ ২৭ ডিসেম্বর থেকে বাকি পুরো টুর্নামেন্ট স্টার্সের হয়ে খেলবেন।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *