এক হাতে জোড়া ছক্কা হাঁকালেন ঋষভ পন্ত। যদিও একবার হাত পিছলে উড়ে যায় ব্যাটও।







চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে আইপিএল ২০২১-এর প্রথম কোয়ালিফায়ারে অপরাজিত হাফ-সেঞ্চুরি করার পথে পন্তকে এমনই সব কাণ্ড ঘটাতে দেখা যায়।
১৫.২ ওভারে শার্দুল ঠাকুর স্লোয়ার বল করার চেষ্টা করেন। অফ-স্টাম্পের সামান্য বাইরে ফুলটস পেয়ে যান পন্ত। তিনি দূর থেকেই বলের কাছে ব্যাট নিয়ে যাওয়ার চেষ্টা করেন।







ফলে এক হাত ব্যাটের হ্যান্ডেল থেকে পিছলে যায় দিল্লি অধিনায়কের। যদিও ব্যাটে লেগে বল গিয়ে পড়ে গ্যালারিতে। ৮৬ মিটারের অবিশ্বাস্য ছক্কা হাঁকান পন্ত।
পরে ১৮.১ ওভারে ডোয়েন ব্র্যাভোর স্লোয়ার বলে ফের এক হাতে শট খেলেন পন্ত। এবার লং-অফ বাউন্ডারির বাইরে গিয়ে পড়ে বল। দু’টি ক্ষেত্রেই ছয় রান করে সংগ্রহ করেন তিনি।







এর পরেই ঘটে হাস্যকর ঘটনা। ব্র্যাভোকে এক হাতে ছক্কা হাঁকানোর ঠিক পরের বলেই ফের বড় শট খেলার চেষ্টা করেন পন্ত।
তবে এবার হাত পিছলে উড়ে যায় ব্যাট। বল গিয়ে পড়ে থার্ডম্যান অঞ্চলে দীপক চাহারে ঠিক সামনে।
ঋষভ পন্ত শেষমেশ ৩৫ বলে ৫১ রান করে অপরাজিত থাকেন। তিনি ৩টি চার ও ২টি ছক্কা মারেন। দিল্লি ক্যাপিটালস ৫ উইকেটে ১৭২ রানের বড়সড় ইনিংস গড়ে তোলে।






