ঋষভ পন্ত না থাকায় নিউজিল্যান্ডের বিরুদ্ধে কানপুরের চলতি টেস্টে উইকেটকিপারের দায়িত্ব পালন করছেন ঋদ্ধিমান সাহা। দ্বিতীয় উইকেটকিপার হিসেবে স্কোয়াডে রয়েছেন কেএস ভরত, যিনি গত আইপিএলে আরসিবির জার্সিতে নজরকাড়া ব্যাটিং করেন।
কানপুর টেস্টের প্রথম ইনিংসে ব্যাট হাতে চূড়ান্ত ব্যর্থ হন ঋদ্ধিমান সাহা। তিনি ১২ বলে ১ রান করে আউট হন। দ্বিতীয় দিনে যথারীতি উইকেটকিপিংও করেন ঋদ্ধি। তবে তৃতীয় দিনে গ্লাভসজোড়া হাতে মাঠে নামেন রিজার্ভ উইকেটকিপার কেএস ভরত।
ঋদ্ধিকে মাঠে নামতে না দেখেই খোঁজ খবর নেওয়া শুরু হয়ে যায়, কেন নেই তিনি। তবে জল্পনা বাড়তে না দিয়ে ঋদ্ধির অনুপস্থিতির কারণ জানিয়ে দেয় বিসিসিআই। সোশ্যাল মিডিয়ায় বিজ্ঞপ্তি জারি করে ভারতীয় বোর্ড জানায়, ঋদ্ধির ঘাড়ে টান রয়েছে। শক্তভাব রয়েছে বলেই তিনি তৃতীয় দিনে মাঠে নামেননি। বিসিসিআইয়ের মেডিক্যাল টিম তাঁর শুশ্রুষা করছে। সেকারণেই তৃতীয় দিনে উইকেটকিপিং করবেন কেএস ভরত।