ইডেন ম্যাচে অভিষেক ঘটবে যেই দুই তরুণের , দেখে নিন ম্যাচের ভারতের সম্ভাব্য একাদশ

রাঁচিতে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ জিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের সিরিজ ইতিমধ্যেই জিতে গিয়েছে ভারতীয় দল। সিরিজের শেষ ২০ ওভারের ম্যাচে কলকাতার ইডেন গার্ডেন্সে রবিবার নামছে ভারত ও নিউজিল্যান্ড। সিরিজ জিতে যাওয়ায় এই ম্যাচে ভারতীয় দলে একাধিক ক্রিকেটারকে বিশ্রাম দিয়ে তরুণদের সুযোগ করে দেওয়ার সম্ভাবনা রয়েছে ভারতীয় ম্যানেজমেন্টের সামনে।

বিগত কয়েক মাসে আইপিএল, ইংল্যান্ড সফর, টি-টোয়েন্টি বিশ্বকাপের মতো টুর্নামেন্টে নাগাড়ে খেলে মানসিকভাবে ক্লান্ত ভারতীয় দলের নিয়মতি সদস্যরা। এর জেরে বিরাট কোহলি, জসপ্রীত বুমরাহ, মহম্মদ শামিদের বিশ্রাম দেওয়া হয়েছে। সিরিজ জিতে যাওয়ায় শেষ ম্যাচে আরও সিনিয়র ক্রিকেটারদের বিশ্রাম দেওয়া হতে পারে। অধিনায়ক রোহিত শর্মা যেহেতু টেস্ট সিরিজ খেলবেন না, তাই তাঁকে ওই ম্যাচে খেলানোর সম্ভাবনাই বেশি। একই কারণে রোহিতের পাশে দলে থাকার সম্ভাবনা পন্তেরও।

তবে রোহিতের ওপেনিং পার্টনার রাহুল কিন্তু ভারতের লাল বলের দলে রয়েছেন। তাই তাঁর বদলে এই ম্যাচে আইপিএলে ব্যাট হাতে বিধ্বংসী ফর্মে ছাকা রুতুরায়জ গায়োকোয়াড় দলে সুযোগ পেতে পারেন। পন্ত একান্তই না খেললে মিডল-অর্ডারে দেখা যেতে পারে ইশান কিষানকে। ইডেনের বোলিং সহায়ক পিচে অভিষেক ঘটতে পারে ফাস্ট বোলার আবেশ থানেরও। যুজবেন্দ্র চাহাল বহুদিন পরে ভারতীয় দলে সুযোগ পান কি না, সেই দিকেও নজর থাকবে।

তৃতীয় টি-টোয়েন্টির জন্য ভারতের সম্ভাব্য একাদশ:-

রোহিত শর্মা (অধিনায়ক), রুতুরাজ গায়কোয়াড়, সূর্যকুমার যাদব, শ্রেয়স আইয়ার, ইশান কিষাণ, বেঙ্কটেশ আইয়ার, অক্ষর প্যাটেল, ভুবনেশ্বর কুমার, আবেশ থান, হার্ষাল প্যাটেল, যুজবেন্দ্র চাহাল

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *