ইডেনে নামার আগে রোহিতদের সতর্ক করলেন সৌরভ গঙ্গোপাধ্যায়

রবিবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় এবং সিরিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচ খেলতে কলকাতার ইডেন গার্ডেন্সে নামবে টিম ইন্ডিয়া।

তার আগে ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় সতর্ক করলেন ভারতের বর্তমান অধিনায়ক রোহিত শর্মাকে।

ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় শুক্রবার সন্ধ্যায় ইডেন পরিদর্শন করেন। তিনি পরিস্থিতি মূল্যায়ন করেন এবং দুই দলের জন্য সতর্ক বার্তা দেন।

সৌরভের মতে রবিবার ইডেনের শিশির ম্যাচে বড় নিতে পারে। বলা হচ্ছে ভারতীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টার মধ্যে শিশির পড়া শুরু হবে ইডেনে। জানা গেছে শিশির থেকে রক্ষা পেতে অ্যান্টি-ডিউ স্প্রেও ব্যবহার করা হবে।

সৌরভ গঙ্গোপাধ্যায় জানান, ‘অবশ্যই, এটা একটা ভালো উইকেট, যেমনটা সবসময় ইডেনে হয়। কিন্তু শিশির একটা ফ্যাক্টর হতে পারে। এখন দেখা যাক কী হয়!’

এরআগে রাঁচির ভারী শিশিরের মাঠেও দারুণ খেলেছিল রোহিত অ্যান্ড কোম্পানি। আশা করা হচ্ছে ইডেনেও ক্রিকেট ভক্তরা দারুণ একটা ম্যাচ উপভোগ করবেন। রবিবার ইডেন গার্ডেন্সে পূর্ণ দর্শক নিয়ে আশাবাদী সৌরভ গঙ্গোপাধ্যায়।

বিসিসিআই সভাপতি মনে করেন দর্শক পূর্ণ স্টেডিয়ামে খেলা হবে। মহারাজ জানান, ‘এটা ইডেন, এখানে প্রায় প্রতিটি ম্যাচের টিকিটই সম্পূর্ণ বিক্রি হয়ে যায়। আমরা আশা করি এবারও একই ঘটনা ঘটবে।’

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *