ভারত ও ইংল্যান্ডের মধ্যকার টেস্ট সিরিজের শেষ ম্যাচটি করোনা জনিত কারণে স্থগিত করে দেওয়া হয়। ভারতের দলের প্রধান কোচ রবি শাস্ত্রী সহ আরো তিন সদস্য করোনা আক্রান্ত হয়ে আইসোলেশনে রয়েছেন।







উল্লেখ্য, ম্যানচেস্টারে পঞ্চম ম্যাচ শুরু হওয়ার কিছুদিন আগে ভারতীয় প্রধান কোচ রবি শাস্ত্রী সহ একাধিক ক্রিকেটার বই প্রদর্শনী উৎসবে যুক্ত হয়েছিলেন।
আর সেখান থেকেই ক্রিকেটাররা করোনা আক্রান্ত হয়েছেন বলে মনে করছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের মেডিকেল টিম। যার ফলে একরকম বাধ্য হয়ে স্থগিত রাখতে হয়েছে সিরিজের পঞ্চম তথা শেষ টেস্ট ম্যাচটি।
আর এরই কারণে বিশাল অংকের টাকা গুনতে হচ্ছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডকে। সিরিজের পঞ্চম ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার সমস্ত পরিকল্পনা সম্পন্ন করেছিল ইসিবি।







তাদের এই ক্ষতির পরিমাণ জানলে যে কারোর চোখ দাঁড়িয়ে যেতে পারে। সিরিজের পঞ্চম তথা শেষ ম্যাচ না খেলার জন্য ইংল্যান্ড ক্রিকেট বোর্ডকে ৪০ মিলিয়ন পাউন্ড ক্ষতি গুনতে হচ্ছে।
যে জন্য ইতিমধ্যে ইংল্যান্ড ভারতের উপর বিভিন্ন প্রকার অভিযোগ জানিয়েছে। কিন্তু ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের সচিব টম হ্যারিসন খোলাখুলি সংবাদমাধ্যমে জানিয়েছেন যে, ভারতীয় শিবিরে কয়েকজন সদস্য করোনা আক্রান্ত হয়ে পড়ায় বাধ্য হয়ে খেলা বন্ধ করতে হয়েছে।







ইংল্যান্ডের এই বিশাল অঙ্কের আর্থিক ক্ষতির মিটিয়ে দেওয়ার জন্য ভারতীয় ক্রিকেট বোর্ড ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডকে দুইটি প্রস্তাব পাঠিয়েছে।
আগামী বছর ভারতীয় ক্রিকেট দল ইংল্যান্ড সফর করবে ওডিআই এবং টি-টোয়েন্টি সিরিজ খেলার জন্য। সেখানে আরো দুটি অতিরিক্ত টি-টোয়েন্টি ম্যাচ যোগ করার কথা বলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। যাতে তাদের আর্থিক ক্ষতির পরিমানটা উঠে আসে।







তাছাড়া আরও একটি প্রস্তাব দেওয়া হয়েছে। যেহেতু টেস্ট সিরিজের পঞ্চম ম্যাচটি খেলা সম্ভব হয়নি, সেই জন্য ভারতীয় ক্রিকেট বোর্ড এমন প্রস্তাব দিয়েছে যে সামনের সিরিজে একটি একক টেস্ট ম্যাচ খেলার যেটি অসমাপ্ত সিরিজের ফলাফল নির্ধারণ করবে। প্রস্তাব গুলোর মধ্যে কোনটি তারা বেছে নিবে তা নির্ভর করছে ইসিবির উপর।
ক্রিকবাজের সাথে আলাপকালে কথা গুলো নিশ্চিত করেছে বিসিসিআইয়ের সেকরেটারি জয় সাহ। তিনি বলেন, “এটা ঠিক যে আমরা পরের বছরের জুলাই মাসে ইংল্যান্ড সফরে দুটি অতিরিক্ত টি-টোয়েন্টি খেলার প্রস্তাব দিয়েছি। তিনটি টি-টোয়েন্টির পরিবর্তে আমরা পাঁচটি টি-টোয়েন্টি খেলব। অন্যথায়, আমরা একক টেস্ট খেলতেও ইচ্ছুক। প্রস্তাব গুলির মধ্যে কোনটি বেছে নেবে তা তাদের উপর নির্ভর করছে”






