ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে এবছরের টি-টোয়েন্টি বিশ্বকাপ। সোমবার, ১৮ই অক্টোবর প্রথম প্রস্তুতি ম্যাচে ইংল্যান্ডের সঙ্গে মাঠে নেমেছে ভারত।







জোর কদমে চলছে ভারতীয় দলের অনুশীলনও। দলে মেন্টর হিসেবে যোগ দিয়েছেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিও।
এই প্রসঙ্গে এবার মন্তব্য করলেন ভারতের প্রাক্তন ওপেনার গৌতম গম্ভীর। দলে মহেন্দ্র সিং ধোনির আগমনে উপকৃতই হবে বিরাট বাহিনী বললেন গম্ভীর।







এই প্রাক্তন ওপেনারের মুখে ধোনির প্রশংসা খুব একটা শোনা যায় না। তবে এবার ধোনির প্রশংসাই করলেন তার সতীর্থ গম্ভীর। তার মতে, এতদিনের অভিজ্ঞ ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনির পরামর্শ কাজে লাগবে দলের বাকি খেলোয়ারদের।
অধিনায়ক হিসেবে চতুর্থবারের জন্য চেন্নাই সুপার কিংসকে আইপিএলে চ্যাম্পিয়ন্স ট্রফি এনে দিয়েছেন তিনি। আইপিএল শেষ হতে না হতেই ভারতীয় দলের মেন্টর হিসেবে যোগ দিলেন মাহি।







এই প্রসঙ্গে গৌতম গম্ভীর বলেছেন, এবছর যেসব তরুণ ক্রিকেটাররা বিশ্বকাপ খেলছেন তাদের জন্য ধোনির পরামর্শ খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। মহেন্দ্র সিং ধোনি একজন অভিজ্ঞ ক্রিকেটার, সেক্ষেত্রে তার অভিজ্ঞতা শুনলে উপকৃতই হবেন দলের বাকিরা, এমনটাই মনে করেন গম্ভীর।
তিনি বলেছেন, একজন অভিজ্ঞ ক্রিকেটারের প্রয়োজন আছে দলে যিনি এই ধরনের চাপের ম্যাচ আগেও খেলে এসেছেন।
টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হওয়ার আগে সাংবাদিক সম্মেলনে ভারত অধিনায়ক বিরাট কোহলি জানিয়েছেন তিনি এবং তার দল মহেন্দ্র সিং ধোনিকে মেন্টর হিসেবে পেয়ে খুবই খুশি।
মহেন্দ্র সিং ধোনির অধিনায়কত্বে দলে যোগদান করেছিলেন বিরাট কোহলি। বিরাট কোহলির অধিনায়কত্বে খেলেছেন ধোনি নিজেও। অতএব, এই দুই মাথা এক জায়গায় হলে এবছর বিশ্বকাপের দল যে আরও শক্তিশালী হতে চলেছে তা নিয়ে কোন সন্দেহই নেই।







ইংল্যান্ড সফর থেকে ফিরে এসে বিরাট কোহলি পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছিলেন এবছর টি-টোয়েন্টি বিশ্বকাপের পর এই ফরম্যাটে অধিনায়কত্ব ছাড়বেন তিনি।
অধিনায়ক হিসেবে এটাই তার শেষ বিশ্বকাপ। আপাতত টি-টোয়েন্টি বিশ্বকাপেই মনোনিবেশ করেছেন ভারত অধিনায়ক।
বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দলকে জেতানোর জন্যই ধোনির মস্তিষ্ককে ব্যবহার করতে চাইছেন। তাই এবছর মেন্টর হিসেবেই দলে আগমন ধোনির।






