আমি ও আমার পরিবার তোমাদের মিস করব-SRH ছাড়ার কথা জানালেন ওয়ার্নার

ঝুড়ি ঝুড়ি রান, অরেঞ্জ ক্যাপ, আইপিএল খেতাব, সানরাইজার্স হায়দরাবাদ ও ডেভিড ওয়ার্নারের সম্পর্ক অতীতে অত্যন্ত সুমধুর হলেও এ মরশুমে তার বিস্তর অবনতি ঘটে।

ব্যাটে রান না তো পানইনি, উপরন্তু মরশুমের মাঝপথে অধিনায়কত্ব থেকেও সরিয়ে দেওয়া হয় তাঁকে। এবার কার্যত সানরাইজার্স থেকে নিজের বিদায় বার্তা দিয়ে দিলেন ওয়ার্নার।

আইপিএলে প্লে-অফের দৌড় থেকে বহু আগেই ছিটকে গিয়েছিল সানরাইজার্স। শুক্রবার (৮ অক্টোবর) মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে নিজেদের এই মরশুমের শেষ ম্যাচেও ওয়ার্নারকে বাদ দিয়েই মাঠে নামে নিজামের শহরের ফ্রাঞ্চাইজি।

এই ম্যাচ শুরু হওয়ার কিছু সময় পরেই সানরাইজার্স সমর্থকদের উদ্দেশ্য়ে নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে ওয়ার্নার একটি বার্তা পোস্ট করেন, যা তাঁর বিদায় প্রায় নিশ্চিত করে দিল।

নিজের পোস্টে অজি তারকা লেখেন, ‘সকল সমর্থকদের অসংখ্য ধন্যবাদ। আপনারা সবসময়ই মাঠে আমাদের ১০০ শতাংশ দেওয়ার জন্য উদ্বুদ্ধ করেছেন। আমি আপনাদের সমর্থনের প্রতিদান কোনদিনই দিতে পারব না। এই সফরটা দারুণ ছিল। আমি এবং আমার পরিবার আপনাদের মিস করব।’

সানরাইজার্স এবং ওয়ার্নারের যা সম্পর্ক, তাতে অজি ওপেনারকে যে পরবর্তী মরশুমে সানরাইজার্স ধরে রাখবে না, তা একপ্রকার প্রায় নিশ্চিত।

উপরন্তু, বিসিসিআই ইতিমধ্যেই পরের মরশুমে দুটি নতুন ফ্রাঞ্চাইজি যুক্ত হওয়ার ঘোষণা করে দিয়েছে। পরের মরশুমে ওয়ার্নারকে কোন দলের জার্সিতে দেখা যায়, এখন সেই দিকেই তাকিয়ে থাকবেন সকলে।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *