সচিন তেন্ডুলকরের কথা রাখতে পারলেন না শুভমন গিল। ভালো শুরু করেও আবার আউট হয়ে গেলেন শুভমন গিল। তার ফলে টেস্টে প্রথম শতরান এখনও অধরা থেকে গেল। যা তাঁর মতো ব্যাটসম্যানের ক্ষেত্রে নিশ্চয়ই অস্বস্তিকর।
রবিবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে ৭৫ বলে ৪৭ রান করে আউট হয়ে যান গিল। অথচ শুরুটা ভালো করেছিলেন। বল কিছুটা নীচু হয়ে গেলেও আরও একটা ভালো শুরু মাঠেই রেখে দিয়ে আসেন শুভমন। প্রথম ইনিংসেও ভালো শুরু করেছিলেন। বেশ দাপটের সঙ্গেই করেছিলেন ৪৪ রান। কিন্তু তারপর আউট হয়ে যান। যিনি ন’টি টেস্টে চারটি অর্ধশতরান করে ফেলেছেন। কয়েকটি ম্যাচে অর্ধশতরান না করলেও ভালো শুরু করেছিলেন। নতুন বল ভালোভাবেই সামলেছিলেন। কিন্তু তারপর আউট হয়ে গিয়েছেন। অথচ ঘরোয়া ক্রিকেট বড়-বড় ইনিংস খেলতেন তিনি। যা শুভমনের কাছে ক্রমশ চিন্তার বিষয় হয়ে উঠছে।
শুভমন যে ভালো শুরু করেও বড় রান করতে পারছেন না, তা সচিনেরও দৃষ্টি আকর্ষণ করেছে। সংবাদসংস্থা পিটিআইকে একটি সাক্ষাৎকারে বলেছিলেন ‘শুভমন ভালো শুরু করেছে। ভালো ঝলক দেখিয়েছে। যেভাবে ও নিজের ইনিংস গড়ে তোলে, তা ভালো। এখনও পর্যন্ত ও ভালো খেলেছে। ওকে শুধু আরও বড় ইনিংস খেলতে হবে। ওই ৪০ রানের ইনিংসগুলিকে বড় ইনিংসে পরিণত করতে হবে। ‘
তবে তিন সংখ্যার রান নিয়ে শুভমনকে বাড়তি চাপ না নেওয়ার পরামর্শ দিয়েছেন সচিন। তিনি বলেন, ‘তুমি একবার দলে ঢুকলে বড় রানের জন্য কতটা তোমার খিদে থাকে, সেটা মূল বিষয়। আমি নিশ্চিত যে ওটা ওর মধ্যে ভরপুর আছে। ওকে শুধুমাত্র ভালো শুরুর ইনিংসগুলিকে বড় রানে পরিণত করতে হবে এবং মনোযোগ হারালে চলবে না। কানপুর এবং মুম্বইয়ে ভালো বলে আউট হয়েছেন। ও এখন শিখছেন এবং নিশ্চয়ই শিক্ষা নেবে।’