আবারও মুখোমুখি হচ্ছে ব্রাজিল ও আর্জেন্টিনা সূচি চূড়ান্ত

চলতি বছর বিশ্বকাপ বাছাইয়ে আরও পাঁচটি ম্যাচ রয়েছে আর্জেন্টিনার। এছাড়া ব্রাজিলের সঙ্গে অনাকাঙ্ক্ষিতভাবে স্থগিত হয়ে যাওয়া খেলাসহ এ বছর জাতীয় দলের হয়ে মোট ৬টি ম্যাচ খেলতে পারবেন লিওনেল মেসিরা।

যার প্রথমটি হবে আগামী ৭ অক্টোবর, প্যারাগুয়ের বিপক্ষে। এস্তাদিও ডিফেন্সেরো এল চাকোতে মেসিদের আতিথেয়তা দেবে স্বাগতিক প্যারাগুয়ে। এর তিনদিন পর আগামী ১০ অক্টোবর উরুগুয়েকে ঘরের মাঠে স্বাগত জানাবে আর্জেন্টিনা।

এবারের মতো অক্টোবরের আন্তর্জাতিক সূচির বিরতিতেও তিন ম্যাচ খেলবে আলবিসেলেস্তেরা। যার শেষটি হবে ১৪ অক্টোবর, পেরুর বিপক্ষে। এ ম্যাচটিও নিজেদের ঘরের মাঠে খেলবে লিওনেল স্কালোনির শিষ্যরা।

এরপর আবার নভেম্বরে রয়েছে আন্তর্জাতিক সূচির বিরতি। সেবার আর্জেন্টিনা খেলবে দুই ম্যাচ। প্রথমে ১১ নভেম্বর উরুগুয়ের মাঠে গিয়ে খেলবে তারা। এরপর ১৬ নভেম্বর ঘরের মাঠে চির প্রতিদ্বন্দ্বী ব্রাজিলের মুখোমুখি হবেন মেসিরা।

এর বাইরে ফিফা যদি স্থগিত থাকা ম্যাচটির নতুন সূচি ঘোষণা করে, সেই ম্যাচটি ব্রাজিলের মাঠে গিয়ে খেলতে হবে আর্জেন্টিনাকে। অর্থাৎ চলতি বছর কমপক্ষে পাঁচ এবং সর্বোচ্চ ছয়টি ম্যাচ খেলার সম্ভাবনা রয়েছে আর্জেন্টিনা।

বিশ্বকাপ বাছাইয়ে এখনও পর্যন্ত বেশ ভালোভাবেই এগুচ্ছে দুইবারের বিশ্বচ্যাম্পিয়নরা। লাতিন অঞ্চলের বাছাইয়ে ৮ ম্যাচ খেলে ৫ জয় ও ৩ ড্রয়ে ১৮ পয়েন্ট নিয়ে দুই নম্বরে রয়েছে তারা।

বাছাইয়ের দশ দলের মধ্য থেকে শীর্ষে থাকা চার দল সরাসরি পাবে কাতার বিশ্বকাপের টিকিট। পঞ্চম স্থানে থাকা দলকে খেলতে হবে প্লে-অফ।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *