করোনার জেরে নিউজিল্যান্ডের মাটিতে বহু দ্বিপাক্ষিক সিরিজই স্থগিত হয়ে গিয়েছে। সেগুলি আগে শেষ করতে হবে নিউজিল্যান্ডকে। যে কারণে পরের বছর পর্যন্ত স্থগিত হয়ে গেল বিরাট কোহলিদের নিউজিল্যান্ড সফর।







নিউজিল্যান্ডের এক সূত্র দাবি করেছেন, করোনা ভাইরাসের কারণে নিউজিল্যান্ডে অনুষ্ঠিত হতে চলা একাধিক দ্বিপাক্ষিক সিরিজ আগেই স্থগিত হয়ে গিয়েছিল। সেগুলি আগে শেষ করতে হবে।
এর অর্থ হল, পরের গ্রীষ্মে ঠাঁসা ক্রীড়াসূচি রয়েছে নিউজিল্যান্ডের। একে একে নিউজিল্যান্ডে খেলতে যাওয়ার কথা রয়েছে নেদারল্যান্ডস, দক্ষিণ আফ্রিকা এবং বাংলাদেশের।
এর পর নিউজিল্যান্ডে মহিলাদের ৫০ ওভারের বিশ্বকাপ অনুষ্ঠিত হওয়ার কথা। ২০২২ সালের ৪ মার্চ-৩ এপ্রিল পর্যন্ত চলবে সেই টুর্নামেন্ট।







যা খবর তাতে পরের বছর অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপের পরেই নিউজিল্যান্ড সফরে যেতে পারে ভারত।
কিউয়ি প্লেয়াররাই এই বছর নভেম্বর পর্যন্ত দেশে ফিরবেন না। এখন তাঁরা পাকিস্তানে রয়েছেন। সাদা বলের সিরিজ খেলার জন্য। সেখান থেকে সোজাসুজি তাঁরা চলে যাবেন টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে।
সেখান থেকে নিউজিল্যান্ড ভারতে আসবে। নিউজিল্যান্ডের চিফ এক্সকিউটিভ ডেভিড হোয়াইট আগে বলেছিলেন, ‘আমাদের প্লেয়ারদের কথাটাও ভাবতে হবে। ওরা শীতের দীর্ঘ সূচির পর বাড়ি ফিরবে। বাড়ির সঙ্গে থাকার জন্যও তো ওদেরকে কিছুটা সময় দিতে হবে।’







নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের মুখপাত্র জানিয়েছেন, আইসিসির ২০২৩ সালের ফিউচার ট্যুর প্রোগ্রামে অন্তর্ভূক্ত হবে এই সিরিজ।
২০২২ সালের নভেম্বরে অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপের পর ভারত এবং নিউজিল্যান্ডের মধ্যে এই ওয়ান ডে সিরিজটি অনুষ্ঠিত হতে পারে বলে প্রাথমিক ভাবে জানানো হয়েছে।






