আউট দেননি আম্পায়ার, DRS নেয়নি অস্ট্রেলিয়া, তবু নিজেই মাঠ ছাড়লেন পুনম

বোলার বা ফিল্ডার, কোনও তরফেই জোরালো কোনও আবেদন নেই। আম্পায়ার আউট দেননি। অস্ট্রেলিয়া ডিআরএসও নেয়নি।

তবু সবাইকে অবাক করে ক্রিজ ছেড়ে সাজঘরেরে পথে হাঁটা লাগান পুনম রাউত। কারারা ওভালে ভারত-অস্ট্রেলিয়া ডে-নাইট টেস্টের দ্বিতীয় দিনে ভারতীয় তারকার এমন আচরণ প্রশংসিত হচ্ছে ক্রিকেটমহলে।

ভারতীয় ইনিংসে ৮১তম ওভারে চোখে পড়ে ক্রিকেটের স্পিরিট রক্ষার এমন যথার্থ প্রয়াস। অস্ট্রেলিয়ার বাঁ-হাতি স্পিনার সোফি মোলিনাক্সের চতুর্থ বল পুনমের ব্যাটের কানা ছুঁয়ে উইকেটকিপার অ্যালিসা হিলির দস্তানায় জমা পড়ে।

বল ব্যাটে লেগেছে কিনা, সে বিষয়ে সন্দেহ ছিল অজি ক্রিকেটারদের মনেও। তাই জোরালো কোনও আবেদন দেখা যায়নি অস্ট্রেলিয়ার তরফে। আম্পায়ারও নট-আউট ঘোষণা করেন পুনমকে।

যদিও পুনম নিজে বুঝতে পেরেছিলেন বল তাঁর ব্যাটে লেগেছে। তাই আম্পায়ার তাঁর অনুকূলে ভুল সিদ্ধান্ত দিলেও সাজঘরের পথে হাঁটা লাগান তিনি।

পুনমের আচরণে স্বাভাবিকভাবেই মুগ্ধ ক্রিকেটবিশ্ব। ক্রিকেট অস্ট্রেলিয়ার তরফে সোশ্যাল মিডিয়ায় বিস্ময় প্রকাশ করা হয় ঘটনাটি নিয়ে। অজি ক্রিকেটাররাও অবাক। অম্পায়ারের চোখে-মুখেও বিস্ময়ের ঘোর স্পষ্ট লক্ষ্য করা যায়।

ঘটনার পরে অজি তারকা বেথ মুনির কথা শোনা যায় স্টাম্প মাইকে। তিনি মন্তব্য করেন যে, তিনি হলে কখনই মাঠ ছাড়তেন না। কারণ সিদ্ধান্ত তাঁর অনুকূলে যেতেই পারে। পুনম ২টি বাউন্ডারির সাহায্যে ১৬৫ বলে ৩৬ রানের ধৈর্য্যশীল ইনিংস খেলে মাঠ ছাড়েন।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *