আইপিএলে ২ দলের মালিক খুঁজে পাচ্ছে না ভারতীয় ক্রিকেট বোর্ড

বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি টুর্নামেন্ট আইপিএলে এখন দল আটটি। তবে আগামী মৌসুমেই বাড়তে পারে আরও দুই দল। এই দল দুইটির মালিক খুঁজছে ভারতীয় ক্রিকেট বোর্ড।

নতুন ফ্যাঞ্চাইজির মালিক হতে আগ্রহীদের বিড করার পূর্বে ১০ লাখ ভারতীয় রুপি দিয়ে টেন্ডার কিনতে হবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে তারা।

আজ মঙ্গলবার একটি প্রেস রিলিজে বিসিসিআই জানায়, ‘বিস্তারিত শর্তাবলিতে বিড করার প্রক্রিয়া বলা রয়েছে।

এছাড়াও নতুন দলগুলোর স্বার্থ নিশ্চিত করা হয়েছে। আগ্রহী পক্ষকে ৫ই অক্টোবরের মধ্যে ১০ লাখ রুপি দিয়ে টেন্ডার কিনতে হবে।’

ভারতীয় ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আরও জানায়, ‘বিড করার প্রয়োজনীয় শর্তাবলি যারা পূরণ করতে পারবেন শুধুমাত্র তারাই বিড করতে পারবেন।

তবে কোন ব্যক্তিবিশেষ বিড করতে পারবেন না।’ যদিও বিড করার জন্য প্রয়োজনীয় যোগ্যতাবলি সম্পর্কে বিস্তারিত কিছু বলা হয়নি সংবাদ বিজ্ঞপ্তিতে।

বিসিসিআইয়ের গত বছরের এজিএমে আইপিএলে নতুন দুইটি দল বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

মেগা অকশনের আগেই এই দল দুইটি চূড়ান্ত করতে চায় তারা। আগামী মাসে সংযুক্ত আরব আমিরাতে শুরু হচ্ছে চলতি মৌসুমের আইপিএলের বাকি অংশ।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *