কিছুদিন আগেই সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিয়েছেন দক্ষিণ আফ্রিকার বিধ্বংসী ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্স।







যে কারণে আইপিএলে রিটেনশন প্রক্রিয়াতে তাকে ধরে রাখে নি তার দল রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তবে বেঙ্গালুরু শিবিরে আবারো দেখা যেতে পারে এবি ডি ভিলিয়ার্স কে।
তবে ক্রিকেটার হিসেবে নয় তিনি রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে যোগ দিতে পারেন ব্যাটিং পরামর্শক হিসেবে।







এমনটাই ইঙ্গিত দিয়েছেন আইপিএলে বেঙ্গালুরু দলের কোচ সঞ্জয় বাঙ্গার। বর্তমানে ভারত বনাম নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে ধারাভাষ্যকারের দায়িত্ব পালন করেছেন আরসিবির এই প্রধান কোচ।
সেখানেই তিনি দিয়েছেন এই আপডেট। তিনি বলেছেন, অবসর নেওয়া ক্রিকেটারদের সঙ্গে ফ্র্যাঞ্চাইজি যোগাযোগ রাখছে। তারাও দলের সঙ্গে যুক্ত হতে চাইছেন।
বর্তমানে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ব্যাটিং কোচ-এর জায়গা ফাঁকা। সেখানেই দেখা যেতে পারে এবি ডি ভিলিয়ার্স কে।







পাশাপাশি দলের মেন্টর হিসেবেও দেখা যেতে পারে তাকে। কারণ এবি যে শুধু একজন ব্যাটসম্যান ছিলেন না। তিনি একজন কমপ্লিট ক্রিকেটার।
তার উপস্থিতি দলের ক্রিকেটারদের অনেক দিক থেকেই অনুপ্রাণিত করতে পারে। যার মধ্যে অন্যতম ফিল্ডিং।






