‘কনকাশন সাব’ -এর ব্যবহার আগেই দেখেছে ক্রিকেট বিশ্ব। তারই ধারাবাহিকতায় করোনা সাবের দেখা মিললো আইপিএল পাড়ায়। কোভিডে আক্রান্ত দিল্লি স্পিনার অক্ষর পাটেলের বদলে শামস মুলানিকে দলে ভিড়িয়েছে ক্যাপিটালস কর্তৃপক্ষ।
যদিও শামসকে একেবারে পাকাপোক্তভাবে স্কোয়াডে নেওয়ার উপায় থাকছে না ফ্র্যাঞ্চাইজিটির কাছে। শর্তানুসারে অক্ষর করোনামুক্ত হয়ে জৈব বলয়ে ঢোকার অনুমতি পেলে মুলানিকে জায়গা হারাতে হবে। তবে, দিল্লিতে নাম লেখানোর ফলে চলতি আসরে আর কোন দলের হয়ে খেলার সুযোগ থাকছে না এই তরুণের কাছে।
এই বছর আইপিএলে ৬.১ ধারা অনুসারে করোনা আক্রান্ত কোন ক্রিকেটারের বদলি হিসেবে নতুন কাউকে স্বল্পমেয়াদে দলে ভেড়ানোর নীতি চালু করা হয়েছে। এদিকে, দিল্লির নিয়মিত অধিনায়ক শ্রেয়াস আইয়ারের পরিবর্তন হিসেবে যোগ করা হয়েছে কর্নাটকের হয়ে খেলা অনিরুদ্ধ যোশীর নাম।
তবে, আইপিএলের মঞ্চে যোশী কিন্তু নতুন নয়। রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এবং রাজস্থান রয়্যালসের হয়ে খেলার পূর্ব অভিজ্ঞতা রয়েছে এই নবীনের। উল্লেখ্য, চতুর্দশ আইপিএল মাঠে গড়ানোর আগেই করোনা পজিটিভ হোন পাটেল। তাকে আপাতত বোর্ডের পক্ষ থেকে আলাদা জায়গায় কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।