আইপিএলের দ্রুততম হাফ-সেঞ্চুরি করে মুম্বই ইন্ডিয়ান্সের বিপক্ষে চেন্নাই সুপার কিংসকে জিতালেন অজিঙ্কা রাহানে

চেন্নাই শূন্য রানে ১ উইকেট হারায়। ব্যাট করতে নামেন অজিঙ্কা রাহানে। প্রথম ওভারে ৬ রান ওঠে। দ্বিতীয় ওভারে বল করতে আসেন আর্শাদ খান। তাঁর ওভারে ৬ রান ওঠে। ২ ওভার শেষে চেন্নাইয়ের স্কোর ১ উইকেটে ১২ রান।

৩ ওভার শেষে চেন্নাইয়ের স্কোর ১ উইকেটে ২১ রান। ১৩ রানে ব্যাট করছেন রাহানে। ৪ ওভার শেষে চেন্নাইয়ের স্কোর ১ উইকেটে ৪৪ রান। ১৪ বলে ৩৬ রান করেছেন রাহানে। ৫ ওভার শেষে চেন্নাই সুপার কিংসের স্কোর ১ উইকেটে ৫৫ রান। রাহানে ৪৪ ও রুতুরাজ ৪ রানে ব্যাট করছেন।

৬টি চার ও ৩টি ছক্কার সাহায্যে মাত্র ১৯ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন অজিঙ্কা রাহানে। পাওয়ার প্লের ৬ ওভারে চেন্নাইয়ের স্কোর ১ উইকেটে ৬৮ রান। রাহানে ৫৩ ও রুতুরাজ ৮ রানে ব্যাট করছেন।

৭.৬ ওভারে পীযূষ চাওলার বলে সূর্যকুমার যাদবের হাতে ধরা পড়েন অজিঙ্কা রাহানে। ২৭ বলে ৬১ রান করেন তিনি। মারেন ৭টি চার ও ৩টি ছক্কা। ৮২ রানে ২ উইকেট হারায় চেন্নাই। ব্যাট করতে নামেন শিবম দুবে।

নবম ওভারে ক্যামেরন গ্রিন মাত্র ৪ রান খরচ করেন। চেন্নাই সুপার কিংসের স্কোর ২ উইকেটে ৮৬ রান। ১০ ওভার শেষে চেন্নাই সুপার কিংসের স্কোর ২ উইকেটে ৯৭ রান। ১১তম ওভারে দলগত ১০০ রানের গণ্ডি টপকে যায় চেন্নাই সুপার কিংস। গ্রিনের ওভারে ৫ রান ওঠে। সিএসকের স্কোর ২ উইকেটে ১০২ রান। গায়কোয়াড় ২১ ও শিবম ১৩ রানে ব্যাট করছেন। গ্রিন ৩ ওভারে ২০ রান খরচ করেছেন।

১২তম ওভারে হৃত্বিক শোকিনের বলে ৬ রান সংগ্রহ করে চেন্নাই। একটি চার মারেন শিবম। সিএসকের স্কোর ২ উইকেটে ১০৮ রান। রুতুরাজ ২২ ও দুবে ১৮ রানে ব্যাট করছেন।

১৩তম ওভারে ইমপ্যাক্ট প্লেয়ার কুমার কার্তিকেয়ার বলে ৪ রান ওঠে। চেন্নাইয়ের স্কোর ২ উইকেটে ১১২ রান। দুবে ২০ ও রুতুরাজ ২৪ রানে ব্যাট করছেন। ১৪ ওভার শেষে চেন্নাইয়ের স্কোর ২ উইকেটে ১২৫ রান। জিততে ৬ ওভারে ৩৩ রান দরকার সিএসকের।

১৪.২ ওভারে কুমার কার্তিকেয়ার বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন শিবম দুবে। ১৫ ওভার শেষে চেন্নাইয়ের স্কোর ৩ উইকেটে ১৩৪ রান। ৩৭ রানে ব্যাট করছেন রুতুরাজ। ৩ ওভারে ১৯ রানের বিনিময়ে ১টি উইকেট নিয়েছেন কার্তিকেয়া।

১৬তম ওভারে মাত্র ১ রান খরচ করেন পীযূষ চাওলা। চেন্নাইয়ের স্কোর ৩ উইকেটে ১৩৫ রান। চাওলা ৪ ওভারে ৩৩ রানের বিনিময়ে ১টি উইকেট নিয়েছেন। ১৭ ওভার শেষে চেন্নাইয়ের স্কোর ৩ উইকেটে ১৪০ রান। রুতুরাজ ৩৯ রানে ব্যাট করছেন।

১৮তম ওভারে জেসন বেহরেনডর্ফের বলে ২টি চার মারেন আম্বাতি রায়াড়ু। ওভারে ১৩ রান ওঠে। চেন্নাইয়ের স্কোর ৩ উইকেটে ১৫৩ রান। রুতুরাজ ৪০ রানে ব্যাট করছেন। ১৬ রান করেছেন আম্বাতি। জিততে ২ ওভারে ৫ রান দরকার চেন্নাইয়ের। জেসন ৩ ওভারে ২৪ রানের বিনিময়ে ১টি উইকেট নিয়েছেন।

মুম্বই ইন্ডিয়ান্সের ৮ উইকেটে ১৫৭ রানের জবাবে ব্যাট করতে নেমে চেন্নাই ১৮.১ ওভারে ৩ উইকেটের বিনিময়ে ১৫৯ রান তুলে ম্যাচ জিতে যায়।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *