আইপিএলে চেন্নাই ওপেনার রুতুরাজ গায়কোয়াড়কে থামানের উপায় খুঁজে পাননি প্রতিপক্ষের বোলাররা। মঞ্চ বদলে এবার সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে ফিরেছেন গায়কোয়াড়। তবে মহারাষ্ট্রের দলনায়ক একই রকম ফর্মে রয়েছেন জাতীয় টি-২০ টুর্নামেন্টেও।
মুস্তাক আলির টানা তিন ম্যাচে হাফ-সেঞ্চুরি করলেন রুতুরাজ। বৃহস্পতিবার তামিলনাড়ুর বিরুদ্ধে ৩০ বলে ৫১ রান করে আউট হন রুতুরাজ। যদিও মহারাষ্ট্রকে সেই ম্যাচে হারতে হয়। শুক্রবার পঞ্জাবের বিরুদ্ধে ৫৪ বলে ৮০ রান করে দলকে জয় এনে দেন তিনি। এবার শনিবার ফের হাফ-সেঞ্চুরি করে ওড়িশার বিরুদ্ধে মহারাষ্ট্রের জয় নিশ্চিত করেন গায়কোয়াড়।
লখনউয়ে প্রথমে ব্যাট করে মহারাষ্ট্র নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটের বিনিময়ে ১৮৩ রান তোলে। রুতুরাজ ইনিংসের গোড়াপত্তন করতে নেমে ১০টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ৪৭ বলে ৮১ রান করে আউট হন। হাফ-সেঞ্চুরি করেন কেদার যাদবও। তিনি ৭টি বাউন্ডারির সাহায্যে ৩৫ বলে ৫৫ রান করেন।
জবাবে ব্যাট করতে নেমে ওড়িশা ১৮.৫ ওভারে ১৫৬ রানে অল-আউট হয়ে যায়। ২৭ রানের ব্যবধানে ম্যাচ জেতে মহারাষ্ট্র। আনশি রথ ৩৪, অভিষেক রউত ২৯, শুভ্রাংশু সেনাপতি ২৭ রান করেন।