অশ্বিনকে নিয়ে করা মাঞ্জরেকারের বেফাঁস মন্তব্য ক্রিকেট বিশ্বে ভাইরাল

প্রায় বছর চারেক পর ভারতের টি-টোয়েন্টি দলে ফিরেছেন রবিচন্দ্রন অশ্বিন।

সাদা বলের ক্রিকেটে দীর্ঘদিন ভারতের জার্সিতে ম্যাচ না খেললেও টি-টোয়েন্টি বিশ্বকাপের মতো বড় আসরে এই ডানহাতি স্পিনারে ভরসা রেখেছে টিম ম্যানেজমেন্ট। কিন্তু সঞ্জয় মাঞ্জরেকার বলছেন, অশ্বিন টি-টোয়েন্টি বোলার না।

২০১০ সালে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেক হয় অশ্বিনের। এরপর ভারতের জার্সিতে খেলেছেন ৪৬ ম্যাচ।

যেখানে তার উইকেত সংখ্যা ৫২ আর ওভার প্রতি রান দিয়েছেন ৬.৯৮ করে। পাশপাশি ৩০.৭৫ গড়ে ব্যাট হাতে করেছেন ১২৩ রান।

অশ্বিন ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি ক্রিকেটে বেশ কয়েক বছর ধরে খেললেও সেভাবে উন্নতি করতে পারছেন না এমনটাই মনে করেন মাঞ্জরেকার।

তিনি বলছেন, অশ্বিন টি-টোয়েন্টি ক্রিকেটের জন্য উপযুক্ত বোলার না। তবে সাদা বলের ক্রিকেটে সে দুর্দান্ত।

এ প্রসঙ্গে মাঞ্জরেকার বলেন, ‘অশ্বিনকে নিয়ে আমরা অনেক কথা বলেছি। টি-টোয়েন্টি ক্রিকেটে কোনো দলেই সে ভালো বোলার না। আপনি যদি তার উন্নতির কথা বলেন, তাহলে আমি বলব গত পাঁচ-সাত বছর ধরে সে একই জায়গায় আছে। তবে টেস্ট ক্রিকেটে সে অসাধারণ বোলার।’

মাঞ্জরেকার মনে করেন অশ্বিন ভারতের টি-টোয়েন্টি দলে জায়গা পাওয়ার মতো বোলার না। তার মতে, টার্নিং উইকেটে বরুণ চক্রবর্তী, সুনিল নারিন বা যুবেন্দ্র চাহালরা কার্যকরী বোলার কিন্তু অশ্বিন এখানে তাদের চেয়ে অনেক পিছিয়ে।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘গত পাঁচ বছরে সে তার বোলিংয়ে খুব একটা উন্নতি করতে পারেনি। আমি কখনোই অশ্বিনকে টি-টোয়েন্টি দলে রাখতাম না। টার্নিং উইকেটে বরুণ চক্রবর্তী, সুনিল নারিন বা যুবেন্দ্র চাহাল সেরা বোলার। এমন পিচে তারা আপনাকে উইকেট এনে দেবে।’

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *