অবশেষে সব জল্পনা উড়িয়ে ধোনিকে রাখছে CSK , দেখুন আরও কত বছর খেলবেন ধোনি

চেন্নাই সুপার কিংসকে চার বার আইপিএল চ্যাম্পিয়ন করা অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে আরও তিন বছরের জন্য ধরে রাখতে চলেছে এই ফ্র্যাঞ্চাইজি দলের কর্তৃপক্ষ।

স্বভাবতই ধোনির অবসর নিয়ে জল্পনায় অপাতত ইতি টানতে চলেছে ক্রিকেট বিশ্ব। আগামী তিন বছর ধোনি সিএসকে-এর জার্সিতেই আইপিএল খেলবেন।

ধোনি যে পরের মরশুমেও চেন্নাই চুপার কিংসের হয়ে আইপিএল খেলবেন, তার ইঙ্গিত আগেই দিয়েছিলেন চ্য়াম্পিয়ন দলের অধিনায়ক। আর তাতেই এ বার শিলমোহর পড়ল। তবে আর এক বচর নয়, তিন বছরের জন্য তিনি আইপিএল খেলবেন।

যদি না বড় কোনও অঘটন ঘটে। বুধবার ইন্ডিয়ান এক্সপ্রেস এই খবরটি প্রকাশ্যে এনেছে। ধোনি ছাড়াও ২০২১ আইপিএলে কমলা ক্যাপজয়ী রুতুরাজ গায়কোয়াড় এবং তারকা অলরাউন্ডার রবীন্দ্র জাদেজাকেও ধরে রাখছে এই ফ্র্যাঞ্চাইজি।

বিসিসিআই-এর নিয়মানুযায়ী, ২০২২ আইপিএলের জন্য ফ্র্যাঞ্চাইজি দলগুলো সর্বোচ্চ চার জন খেলোয়াড়কে ধরে রাখতে পারবে। আর এই তালিকাটি ডিসেম্বরে নির্ধারিত মেগা নিলামের আগেই অর্থাৎ ৩০ নভেম্বরের মধ্যে জমা দিতে হবে।

জানা গিয়েছে, ইংল্যান্ডের অলরাউন্ডার মইন আলিকে ধরে রাখার জন্য তাঁর সঙ্গে চূড়ান্ত পর্বের কথা চালাচ্ছে সিএসকে। মইন রাজি না হলে, সেক্ষেত্রে তাঁর জাতীয় দলের সতীর্থ স্যাম কারানকে ধরে রাখা হবে।

এদিকে, এমএস ধোনির দুবাইয়ে ফাইনালের পর তার “আমি পিছিয়ে নেই” বিবৃতির পর থেকে কয়েক মাসের জল্পনার অবসান ঘটিয়েছে।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *