অবশেষে রোহিতের অধিনায়কত্বে ভারত পেল বুমরার মতো ১ জন ঘাতক বোলার

রোহিত শর্মার (Rohit Sharma) নেতৃত্বে ভারতীয় দল (India National Cricket Team) টি-২০ সিরিজের দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডকে (New Zealand Cricket Team) ৭ উইকেটে হারিয়েছে।

আর এর সাথে সাথে ভারতীয় দল এই সিরিজে ২-০ এর লিড হাসিল করে নিয়েছে। রোহিতের অধিনায়কত্বে যেই তরুণ খেলোয়াড়রা ভারতীয় দলে সুযোগ পেয়েছে, তাঁরা নিজের দক্ষতা দেখিয়ে সবার নজর কেড়েছে।

আর এরই মধ্যে ভারত এমন এক বোলার পেয়েছে, যে আগামী দিনে যশপ্রীত বুমরা আর মহম্মদ শামির মতো নাম কামাবে।

নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টি-২০ ম্যাচে হর্ষল পটেলের (Harshal Patel) অভিষেক হয়েছে। এই বোলার যে কতটা বিপদজনক সেটা IPL ২০২১-এই দেখা গিয়েছে।

আর এবার ভারতীয় দলের হয়েও এই বোলার ঝড় তোলা শুরু করেছে। ভারতের জার্সি গায়ে প্রথম ম্যাচে নেমেই প্লেয়ার অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছে হর্ষল।

নিজের ৪ ওভারে হর্ষল মাত্র ২৫ রান দিয়ে ২ উইকেট ছিনিয়ে নিয়েছে। যেখানে বাকি বোলাররা বেশ রান দিয়েছে, সেখানে হর্ষল একাই ম্যাচের রঙ বদলে দিয়েছিল।

হর্ষল ২০২১-এর আইপিএলে সবথেকে ঘাতক বোলিং করেছিল। ব্যাঙ্গালুরু দলের এই বোলারের সামনে বিশ্বের বড়বড় ব্যাটসম্যানরা নাকানিচোবানি খেয়েছে।

হর্ষল এবারের আইপিএলে সবথেকে বেশি উইকেট নেওয়া বোলার হয়ে উঠে আসে আর সে পার্পেল ক্যাপের মালিকও হয়। এছাড়াও হর্ষল একুশের আইপিএলে হ্যাট্রিক করা একমাত্র বোলার হিসেবে নাম কামায়। হর্ষল আগামী দিনে ভারতের হয়ে সবথেকে ঘাতক বোলার হিসেবে উঠে আসতে পারে।

একদিকে জোরে বোলাররা দুরন্ত গতিতে বল করে বিশ্বের ব্যাটসম্যানদের নাজেহাল করে। তখন আরেকদিকে, হর্ষল জোরে বোলার হয়েও নিজের ধীর গতির বল দিয়ে ব্যাটসম্যানদের বিরক্ত করার কৃতিত্ব অর্জন করেছে।

স্লো বলে হর্ষল-র দারুণ নিয়ন্ত্রণ রয়েছে। আর শেষের ওভারগুলোতে হর্ষল উইকেট নিতে সক্ষম। নিউজিল্যান্ডের বিরুদ্ধে গতকালের ম্যাচে হর্ষল বুঝিয়ে দিয়েছে যে, সে আগামী দিনে কী করতে পারে।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *