আইপিএলে আবারও জঘন্য হার কলকাতা নাইট রাইডার্সের। তাদের হারিয়ে ৫ উইকেটের জয় পেয়েছে পাঞ্জাব কিংস।







ভেঙ্কটেশ আইয়ারের ৪৯ বলে ৬৭ রানের পর দারুণ ডেথ বোলিংয়ে কলকাতাকে ১৬৫ রানে আটকে ফেলে পাঞ্জাব।
মায়াঙ্ক আগারওয়ালের ৪০ রান আর লোকেশ রাহুলের ৬৭ রানের সাথে শেষদিকে শাহরুখ খানের ৯ বলে ২২* রানের ক্যামিওতে সেই লক্ষ্য পেরিয়ে গিয়ে কলকাতার প্লেঅফের স্বপ্নে বাঁধ সেধে নিজেদের প্লেঅফের আশা বাঁচিয়ে রাখল পাঞ্জাব।







পাঞ্জাব কিংসের কাছে হেরে স্বভাবতই হতাশ কেকেআর অধিনায়ক ইয়ন মরগান। ম্যাচ হারের কারণ হিসেবে প্রথমে নিজেকে দোষলেন অধিনায়ক মরগান।
ম্যাচের পর প্রেজেন্টেশন মরগান বলেন, “শুরুতেই বলতে চাই যে আমরা ভাল ফিল্ডিং করিনি। আমরা কয়েকটি ক্যাচ মিস করেছি। আমি নিজে ক্যাচ মিস করেছি। যখন ম্যাচের অবস্থা শেষের দিকে জনে উঠেছে তখন সেই ক্যাচ মিসের উইকেট গুলো কাজে আসে।”







এরপর মরগান বলেন, “আমরা খুব ভাল ব্যাটিং করেছি এবং ভাল স্কোরও করেছি যদিও তা জয়ের জন্য যথেষ্ঠ ছিল না। আমরা ভাল বলও করেছি কিন্তু পাঞ্জাবের ব্যাটাররা খুব ভাল ব্যাটিং করেছে। কিন্তু ক্যাচ মিসই আমাদের ডুবিয়েছে।”
শেষে মরগান বলেন, “বাকি যেই ম্যাচ গুলো আছে সেই গুলা আমরা ভালভাবে জয়ের চেষ্টা করতেই চাই যাতে আমাদের প্লে-অফ খেলার সুযোগ থাকে।”






