অবশেষে মাঠ কর্মীদের এতো টাকা দেওয়ার আসল কারণ জানা গেলো

ড্র দিয়ে শেষ হয়েছে কানপুর টেস্ট। পাঁচদিনই ব্যাটে-বলে দুই দলে হাড্ডাহাড্ডির লড়াইয়ের পেছনের কারিগরদের পুরস্কৃত করলেন ভারতের হেড কোচ রাহুল দ্রাবিড়।

মাঠ কিংবা মাঠের বাইরে- মুখের কথায় নয়, কাজ দিয়েই নিজেকে প্রমাণ করে এসেছেন দ্রাবিড়। নিজের ক্রিকেট ক্যারিয়ারেও ছিলেন বেশ শৃঙ্খলা ও সততার কারণে মন জয় করেছেন তিনি।

এবার ভারত দলের হেড কোচ হয়েই অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন দ্রাবিড়। কানপুরে অনুষ্ঠিত হয়েছে ভারত-নিউজিল্যান্ডের মধ্যকার প্রথম টেস্ট।

আর এই টেস্টে স্পিনারদের পাশাপাশি দাপট দেখিয়েছেন কাইল জেমিসন-টিম সাইদিরা। আবার ব্যাটিংয়ে রান পেয়েছেন টম ল্যাথাম, শ্রেয়াস আইয়াররা। ফলে ব্যাটে এবং বলে- উভয় দিক দিয়েই জমজমাট এক লড়াই দেখেছে ক্রিকেট ভক্তরা।

মূলত ভারতে ‘সিনা’ দলগুলোর বিপক্ষে স্পিনবান্ধব উইকেট তৈরি করার নজির রয়েছে। তবে কানপুর টেস্টে স্পিনবান্ধব নয় বরং স্পোর্টিং উইকেটে হয়েছে ম্যাচটি। যে কারণে মাঠের পেছনে শ্রম দেওয়া ব্যক্তিদের পুরস্কৃত করলেন ভারতের হেড কোচ দ্রাবিড়।

স্পোর্টিং উইকেট তৈরি করায় মাঠকর্মীদের ৩৫ হাজার রুপি দিয়েছেন দ্রাবিড়। এমনটাই জানানো হয়েছে উত্তর প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে। এক বিবৃতে তাঁরা জানায়,

“আমরা একটি আনুষ্ঠানিক বিবৃতি দিতে চাই। রাহুল দ্রাবিড় ব্যক্তিগতভাবে মাঠকর্মীদের জন্য ৩৫ হাজার রুপি দিয়েছেন।”

উল্লেখ্য, কানপুর টেস্টের পঞ্চম দিনে ড্রয়ের মুখ দেখেছে টেস্টটি। ২৮৪ রানের লক্ষ্যমাত্রায় ব্যাটিং করতে নেমে পঞ্চম দিনের প্রথম দুই সেশনে চার উইকেট তুলতে সক্ষম হয় ভারতীয় বোলাররা। তবে শেষ সেশনে পাঁচ উইকেট হারিয়ে ম্যাচ নিজেদের হাত থেকে প্রায় ফসকেই গিয়েছিল নিউজিল্যান্ডের।

তবে রচিন রবীন্দ্র ও এজাজ প্যাটেলের লড়াকু মানসিকতায় শেষ উইকেটে ৫২ বল মোকাবিলা করেছেন এ দুই ব্যাটসম্যান।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *