অবশেষে ফাঁস হলো যে ১টি লোভে ওয়ার্নারকে সানরাইজার্স থেকে বাদ দিয়েছে কোচ মুডি

ডেভিড ওয়ার্নারের সানরাইজার্স হায়দরাবাদ থেকে বাদ পড়ার গুঞ্জন যখন সবখানে, তখন চাঞ্চল্যকর নতুন খবর ফাঁস করল ফক্স স্পোর্টস।

তাদের দাবি, ভারতের প্রধান কোচের আসনে বসার জন্য ওয়ার্নারকে দল থেকে ‘ছাঁটাই’ করেছেন টম মুডি।

আইপিএলে হায়দরাবাদ জিতেছে একটি শিরোপা, যা এসেছিল ওয়ার্নারের নেতৃত্বে। চলতি আসরেও অধিনায়ক হিসেবে শুরু করেছিলেন ওয়ার্নার।

তবে টুর্নামেন্টের মাঝপথে হারান নেতৃত্ব। শেষদিকে একাদশেও জায়গা হারান। এমনকি ম্যাচের জন্য যে ১৮ সদস্যের স্কোয়াড রাখা হত, তাতেও ঠাই মেলেনি ওয়ার্নারের।

এরপর ওয়ার্নারের একাধিক মন্তব্যে স্পষ্ট হয়েছে, সানরাইজার্স হায়দরাবাদের সাথে এবারই তার যাত্রার ইতি ঘটতে চলেছে।

সম্প্রতি অস্ট্রেলিয়ান গণমাধ্যম ফক্স স্পোর্টস দাবি করেছে, ওয়ার্নার নোংরা রাজনীতির শিকার।

তাদের এক প্রতিবেদনে বলা হয়েছে, হায়দরাবাদের ডিরেক্টর মুডি ভারতের প্রধান কোচের আসনে বসতে চান।

আর এ কারণে ‘যোগ্যতা অর্জন’ এর জন্য ওয়ার্নারকে বাদ দেওয়ার মত বড় সিদ্ধান্ত নিতে হয়েছে তাকে।

ওয়ার্নারকে বাদ দিয়ে হায়দরাবাদের শেষ ম্যাচগুলোতে সুযোগ দেওয়া হয়েছে ভারতের তরুণদের। তাতে বড় ভূমিকা আছে কোচ ট্রেভর বেইলিসেরও।

ফক্স স্পোর্টস লিখেছে, ‘জানা যাচ্ছে, সানরাইজার্স হায়দরাবাদ দলের মালিকপক্ষ ভারতীয় বোর্ডের বিশেষ ঘনিষ্ঠ।

হায়দরাবাদের হাফ-ডজন ম্যাচে ওয়ার্নারকে বাইরে রাখা এবং তারুণ্যের জয়গান করার নেপথ্যে আসলে এই ঘটনা।’

ওয়ার্নারও হায়দরাবাদ অধ্যায়ের ইতি টানতে চলেছেন। আগামী মৌসুমে ভিন্ন কোনো দলে তাকে দেখা যেতে পারে। ফ

ক্স স্পোর্টসে উল্লেখ করা হয়, ‘ওয়ার্নারের সাথে আরও বেশ কিছু ফ্র্যাঞ্চাইজি যোগাযোগ করেছে। যারা বাকিদের মতই ওয়ার্নারের বাদ পড়ায় অবাক।’

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *