অবশেষে কোহলিকে নিয়ে আসল সত্য প্রকাশ করলেন গাঙ্গুলি

টি-টোয়েন্টির অধিনায়কত্ব না ছাড়ার জন্য বিরাট কোহলিকে অনুরোধ করা হয়েছিল। কিন্তু তাতে রাজি হননি বিরাট। সেই পরিস্থিতিতে সাদা বলের ক্রিকেটে দুই অধিনায়কের পক্ষে ছিলেন না নির্বাচকরা। সেজন্য বিরাটকে সরিয়ে দেওয়া হয়েছে। এমনটাই জানালেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়।

সংবাদসংস্থা এএনআইকে সৌরভ বলেন, ‘বিসিসিআই এবং নির্বাচকরা মিলিতভাবে এই সিদ্ধান্ত নিয়েছে। আসলে টি-টোয়েন্টি অধিনায়কত্ব না ছাড়ার জন্য বিরাটকে অনুরোধ করেছিল বিসিসিআই। কিন্তু ও সেটায় রাজি হয়নি। সেই পরিস্থিতিতে সাদা বলের দুটি ফর্ম্যাটে দু’জন ভিন্ন অধিনায়ক রাখাটা ঠিক হবে বলে মনে করেননি নির্বাচকরা।’

সঙ্গে সৌরভ যোগ করেন, ‘তাই সিদ্ধান্ত নেওয়া হয় যে টেস্ট দলের অধিনায়ক থাকবেন বিরাট। সাদা বলের ক্রিকেটে ভারতের অধিনায়কত্ব করবেন রোহিত (শর্মা)। বিসিসিআইয়ের সভাপতি হিসেবে আমি নিজে বিরাটের সঙ্গে কথা বলেছি। নির্বাচক প্রধানও তাঁর সঙ্গে কথা বলেছেন।’

তবে বিরাটের সঙ্গে কী কথা হয়েছে, সে বিষয়ে কিছু জানাননি সৌরভ। নয়া অধিনায়ক ঘোষণার আগে নাকি পরে কথা হয়েছে, সে বিষয়েও কিছু জানাননি বোর্ড প্রেসিডেন্ট। এমনিতে বুধবার সূত্র উদ্ধৃত করে সংবাদসংস্থা পিটিআই জানায়, কোহলির জন্য ৪৮ ঘণ্টা অপেক্ষা করেছিল বিসিসিআই। যাতে নিজে থেকেই একদিনের দলের অধিনায়ক হিসেবে সরে দাঁড়ান বিরাট। কিন্তু তা করেননি। ৪৯ তম ঘণ্টায় রোহিত শর্মার কাছে অধিনায়কত্ব হারিয়ে বসেন বিরাট। বৃহস্পতিবার সে বিষয়েও কিছু জানাননি সৌরভ।

এমনিতে একাংশের মতে, সাদা বলে রোহিতের হাতে অধিনায়কত্বের ব্যাটন যাওয়া কার্যত নিশ্চিত ছিল। বুধবার শুধু আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। এএনআইকে সৌরভ জানান, রোহিতের নেতৃত্বের উপর আস্থা আছে বোর্ডের।

এএনআইকে সৌরভ বলেন, ‘রোহিত শর্মা নেতৃত্ব প্রদানের ক্ষমতার উপর আমাদের পূর্ণ আস্থা আছে। বিরাট টেস্ট দলের অধিনায়ক হিসেবে কাজ চালিয়ে যাবেন। বিসিসিআই আত্মবিশ্বাসী যে ভারতীয় ক্রিকেট ভালো হাতেই আছে।’

সেইসঙ্গে বৃহস্পতিবার বিরাটকে ধন্যবাদও জানিয়েছেন সৌরভ। এএনআইকে তিনি বলেন, ‘সাদা বলের ক্রিকেটে অধিনায়ক হিসেবে অবদানের জন্য বিরাট কোহলিকে ধন্যবাদ জানাচ্ছি আমরা।’

যদিও বুধবার বোর্ডের তরফে একবারও বিরাটের নাম নেওয়া হয়নি। পৃথকভাবে কোনও বিজ্ঞপ্তি প্রকাশও করা হয়নি। দক্ষিণ আফ্রিকার টেস্ট সিরিজের জন্য দল ঘোষণার বিজ্ঞপ্তিতেই নীচে এক বাক্যে জানানো হয়েছে, আগামিদিনে একদিন এবং টি-টোয়েন্টি ক্রিকেটে ভারতের অধিনায়ক হচ্ছেন রোহিত।

টুইটারেও যে ঘোষণা করা হয়, তাতেও বিরাটের নাম নেওয়া হয়নি। রোহিতের ছবি এবং নাম দেওয়া হয়। তাঁকে ট্যাগ করা হয়। যদিও বৃহস্পতিবার বিকেলে বিসিসিআইয়ের টুইটারে বিরাটকে ‘ধন্যবাদ’ জানানো হয়েছে।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *