অবশেষে একাদশে পরিবর্তন আনার সিদ্ধান্ত নিলো কলকাতার প্রধান কোচ ম্যাককালাম

এবাবের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) শুরু থেকেই ব্যর্থতার বৃত্তে ঘুরপাক খাচ্ছে কলকাতা নাইট রাইডার্স। ৬ ম্যাচের ৫টিতেই হেরে পয়েন্ট টেবিলের তলানিতে অবস্থান দলটির। এছাড়া উদ্বোধনী দুই ব্যাটসম্যানও নেই ছন্দে। শুরুর দিকে বিশেষ করে পাওয়ার প্লেতে দ্রুত রান তুলতে পারছে না তারা।

এমন পরিস্থিতে দিল্লি ক্যাপিটালসের উদ্বোধনী ব্যাটসম্যান পৃথ্বী শ্বর কাছে কলকাতার টপ অর্ডার ব্যাটসম্যানদের ব্যাটিং শিখতে বললেন দলটির প্রধান কোচ ব্রেন্ডন ম্যাককালাম। কেননা নিজেদের ষষ্ঠ ম্যাচে দিল্লির কাছে ৭ উইকেটে হেরেছে কলকাতা। যেখানে ৪১ বলে ৮২ রানের অসাধারণ এক ইনিংস খেলেছেন পৃথ্বী।

শিখর ধাওয়ানের সঙ্গে গড়ে তুলেছিলেন ৮৩ বলে ১৩২ রানের প্রথম উইকেট জুটি। অথচ কলকাতার টপ অর্ডারের তিন ব্যাটসম্যান শুভমান গিল, নিতিশ রানা এবং রাহুল ত্রিপাঠি মিলে তুলতে পেরেছিলে ৬৭ বলে মাত্র ৭৭ রান। এ কারণেই তাদের পৃথ্বীর ব্যাটিং দেখে শিখতে বলেছেন ম্যাককালাম।

ম্যাচ শেষে তিনি বলেন, ‘আজ রাতে পৃথ্বী শ্ব থেকে আমরা যা দেখেছি তা হ’ল আমরা কীভাবে খেলতে চাই তার নিখুঁত প্রতিচ্ছবি। আপনি সর্বদা প্রতি বলেই চার বা ছয় নিতে সক্ষম হবেন না, তবে আপনার এটি করার মতো উদ্দেশ্য থাকতে হবে। বিশেষত যখন আপনাকে আপনার নিজের মতো খেলার অনুমতি দেয়া হয়। আপনি শট না খেললে রান করা খুব কঠিন, এবং দুর্ভাগ্যক্রমে আজ রাতে আমরা যথেষ্ট শট খেলিনি।

বর্তমানে পয়েন্ট তালিকার ৫ম স্থানে অবস্থান করছে কলকাতা। এভাবে খেলতে থাকলে প্লে অফের আগেই বিদায় নিতে হবে তাদের। এ কারণে আগামী ম্যাচগুলোতে কলকাতার সেরা একাদশে বেশ কয়েকটি পরিবর্তনের আভাস দিয়েছেন ম্যাককালাম।

তিনি বলেন, ‘একটি কথা যা আমি আমার ক্যারিয়ার জুড়ে ব্যবহার করেছি তা হ’ল ‘আপনি যদি কোনও মানুষকে পরিবর্তন করতে না পারেন তবে মানুষটিকে ছেঁটে ফেলুন। সুতরাং আমাদের দলে সম্ভবত কিছু পরিবর্তন আনতে হবে এবং চেষ্টা করতে হবে। কিছু নতুন ক্রিকেটার আনতে হবে যারা আশা করি এই খেলাটি আরও খানিকটা এগিয়ে নিয়ে যাবে এবং আমাদের জয়ের পথকে সুগম করবে।’

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *